ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাকৃবিতে সাংবাদিক প্রশিক্ষণ

প্রকাশিত: ২৩:৫৩, ১৫ নভেম্বর ২০১৮

বাকৃবিতে সাংবাদিক প্রশিক্ষণ

বাকৃবি সংবাদদাতা ॥ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বাকৃবিসাস) সদস্যদের দক্ষতা উন্নয়নে লক্ষ্যে আট দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ইন্টারডিসিপ্লিনারি ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটি (আইআইএফএস) সম্মেলন কক্ষে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন হয়েছে। আইআইএফএস পরিচালক অধ্যাপক ড. এ. এস. মাহফুজুল বারির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আতিকুর রহমান খোকন। এই প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন পত্রিকার ১৬ জন সাংবাদিককে ‘ফুড সেফটি এন্ড রিসার্চ রিপোর্টিং এর উপর আট দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হবে।
×