ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাজশাহী নগরের নিরাপত্তায় আরএমপির বিশেষ নির্দেশনা

প্রকাশিত: ২৩:৫৯, ১৫ নভেম্বর ২০১৮

রাজশাহী নগরের নিরাপত্তায় আরএমপির বিশেষ নির্দেশনা

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ আসন্ন একাদশ নির্বাচন ঘিরে রাজশাহী নগরীর নিরাপত্তায় বিশেষ নির্দেশনা জারি করেছে রাজশাহী নগর পুলিশ (আরএমপি)। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এই নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে নগর পুলিশ। আজ বৃহস্পতিবার রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম বলেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষিত হয়েছে। এর প্রেক্ষিতেই নগর এলাকায় বিশেষ নিরাপত্তা নিয়েছে পুলিশ। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনশৃঙ্খলাবিরোধী যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতেই এই ব্যবস্থা। এরই অংশ হিসেবে নগরীতে সকল প্রকার অস্ত্রশস্ত্র বহন, আতশবাজি পোড়ানো ও পটকা ফুটানো, বিস্ফোরক দ্রব্য বহন, সংরক্ষণ, ক্রয়-বিক্রয় এবং উচ্চস্বরে মাইকিং নিষিদ্ধ করা হয়েছে। আরএমপি কমিশনার একেএম হাফিজ আক্তার এই নির্দেশনা দিয়েছেন। এছাড়া মাইকিং, সমাবেশ, প্রচারণার ক্ষেত্রে নির্বাচনী আচরণ বিধি প্রতিপালন সাপেক্ষে আরএমপি কর্তৃপক্ষের অনুমোদন নিতেও আহবান জানিয়েছে আরএমপি।
×