ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নির্বাচন বানচালের ষড়যন্ত্রের নিন্দা জানিয়ে রাবিতে মিছিল

প্রকাশিত: ২৩:৫৯, ১৫ নভেম্বর ২০১৮

নির্বাচন বানচালের ষড়যন্ত্রের নিন্দা জানিয়ে রাবিতে মিছিল

রাবি সংবাদদাতা ॥ আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ঘটনাকে নিন্দা জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগ। আজ বৃহস্পতিবার সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের টেন্ট থেকে মিছিল বের হয়ে ক্যাস্পাস প্রদক্ষিণ করে একই জায়গায় এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। নির্বাচন বানচালে কোন ‘অপশক্তিকে’ মাথা তুলে দাঁড়াতে দেয়া হবে না বলে জানিয়েছেন রাবি শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া। তিনি বলেন, নির্বাচন যতই নিকটে আসছে স্বাধীনতা বিরোধীদের চক্রান্ত ততই বৃদ্ধি পাচ্ছে। প্রতিবার নির্বাচনের সময় এমন সহিংস আচরণ তারা করে আসছে, মনে হয় এটা তাদের অভ্যাসে পরিনিত হয়েছে। এছাড়াও নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে ছাত্রলীগ সকল ধরণের ‘অপশক্তিকে’ প্রতিহত করে শক্ত অবস্থান নেয়া হবে বলে জানান তিনি। রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর সঞ্চালনায় সমাবেশে সংগঠনটির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
×