ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিএনপি ধ্বংসাত্বক কর্মকান্ডে জড়িয়ে পড়লে ভুল করবে : বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত: ০১:৪০, ১৫ নভেম্বর ২০১৮

বিএনপি ধ্বংসাত্বক কর্মকান্ডে জড়িয়ে পড়লে  ভুল করবে : বাণিজ্যমন্ত্রী

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিএনপি অগ্নিসন্ত্রাস ও জ্বালাপোড়াও’র মতো ধ্বংসাত্বক কর্মকান্ডে জড়িয়ে পড়লে আবারও ভুল করবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, গত ২০১৪ সালে নির্বাচন বানচালের যড়যন্ত্রে দলটি অগ্নিসন্ত্রাসের নামে মানুষ হত্যার পথ বেছে নিয়ে ভুল করেছিল। আগামী নির্বাচন সামনে রেখেও যদি আবার তারা (বিএনপি) সেই পথ অবলম্বন করে তাহলে বড় রকমের ভুল করবে। বৃহস্পতিবার ঢাকার আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত গার্মেন্টস এক্সেসরিজ পণ্য প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি অভিযোগ করে বলেন, গত ২০১৪ সালের জাতীয় নির্বাচন ঠেকানোর চেষ্টা করেছিল বিএনপি। নির্বাচন বানচালে ওই সময় এমন কোন অপকর্ম নেই যে দলটি করেনি। কিন্তু সেই সময়ও বিএনপি ব্যর্থ হয়েছিল। সেই সময় দলটি সারাদেশে অগ্নি সন্ত্রাস করে নিরীহ সাধারণ মানুষ হত্যা করে। তাদের হাত থেকে পুলিশ ও নির্বাচনে কর্মরত কর্মকর্তারাও রেহাই পায়নি। তবে এখন পরিস্থিতি ভিন্ন। আবারও এই পথ অবলম্বন করা হলে তা কঠোর হস্তে দমন করা হবে। তিনি বলেন, মনোনয়ন ফরম বিক্রির সময় এই বিএনপি নিজ অফিসের সামনে পুলিশের উপর আক্রমন করেছে, তাদের গাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে। নির্বাচন সামনে রেখে বিএনপির কাছ থেকে এটা কেউ প্রত্যাশা করেনি। বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে। আমরা এখন মন্ত্রণালয়ের শুধু রুটিন মাফিক কাজগুলো করছি। নির্বাহী ক্ষমতা প্রয়োগের মতো কোন কাজ করছি না। দেশের রাজনৈতিক দলগুলোর অনুরোধের প্রেক্ষিতে নির্বাচন কমিশন ভোট গ্রহণের তারিখ ২৩ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর তারিখে পুনঃনির্ধারণ করেছে। আর পিছানো ঠিক হবে না। দেশে একটি অবাধ নিরপেক্ষ ও অংশগ্রহণ মূলক নির্বাচনের জন্য সবকিছুই সঠিক পথে এগিয়ে যাচ্ছে। এদিকে, প্রদর্শনীতে বাংলাদেশ আন্তর্জাতিক গার্মেন্ট এ্যান্ড টেক্সটাইলস, প্রিন্টিং এন্ড প্যাকেজিং মেশিনারী, ডাইস, পিগমেন্টস ও কেমিক্যাল, ইয়ান ও ফেব্রিক এর উপর চারদিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনীতে এশিয়া, ইউরোপ ও আমেরিকার ১২টি দেশের প্রতিষ্ঠান তৈরি পোশাকের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন যন্ত্রপাতি ও টেকনোলজি প্রদর্শন করছে। আগামী ১৮ তারিখ পর্যন্ত প্রদর্শনী প্রতিদিন সকাল সাড়ে ১০ মিনিট হতে সন্ধ্যা সাড়ে ৭ টা পর্যন্ত সকলের জন্য খোলা থাকবে। অনুষ্ঠানে বাংলাদেশে গ্রীসের অনারারী কনসুল জেনারেল এবং বিজিএমই-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফারুক হাসান, বিকেএমই-এর ফার্ষ্ট ভাইস প্রেসিডেন্ট মনসুর আহমেদ, বাংলাদেশ পেপার মিলস এ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ ইনডেন্টিং এজেন্ট এ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মুহা. আইয়ুব ও ওয়েল গ্রুপের চেয়ারম্যান সৈয়দ নূরুল ইসলাম বক্তৃতা করেন। বাণিজ্যমন্ত্রী আরও বলেন, দেশের তৈরী পোশাক শিল্প দ্রুত এগিয়ে যাচ্ছে। একের পর এক এখন দেশে আন্তর্জাতিক মান সম্পন্ন গ্রীণ ফ্যাক্টরি গড়ে উঠছে। ইতোমধ্যে ৭৫টি ফ্যাক্টরিকে গ্রীণ ফ্যাকরির সার্টিফিকেট দেয়া হয়েছে, আরো ২৮০টি ফ্যাক্টরি গ্রামীণ সার্টিফিকেটের জন্য আবেদন করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রীণ বিল্ডং কাউন্সিল বিশ্বের মধ্যে ১০টি তৈরি পোশাক ফ্যাক্টরিকে গ্রীণ ফ্যাক্টরির সার্টিফিকেট প্রদান করেছে, এর মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয়সহ ৭টি বাংলাদেশের তৈরী পোশাক কারখানা। এ শিল্পে দেশের প্রায় ৪০ লাখ মানুষ কাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার নগদ আর্থিক সহায়তা প্রদানসহ বিভিন্ন ভাবে সহায়তা দিয়ে যাচ্ছে। তিনি বলেন, সরকার গত অর্থ বছরে বাংলাদেশ তৈরি পোশাক রফতানি করে ৩০ দশমিক ৬১ বিলিয়ন মার্কিন ডলার আয় করেছে। এ বছর ৩২ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। লক্ষ্যমাত্রার চেয়ে এখন বেশি রফতানি হচ্ছে। আশা করা যায়, এবছর ৩৩ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের তৈরি পোশাক রফতানি করা সম্ভব হবে।
×