ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মির্জা ফখরুলকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে ছাত্রলীগ

প্রকাশিত: ০২:০৬, ১৫ নভেম্বর ২০১৮

মির্জা ফখরুলকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে ছাত্রলীগ

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ক্ষমা চাইতে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে ছাত্রলীগ। অন্যথায় খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। রাজধানীর নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে বুধবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর ছাত্রলীগ নেতাকর্মীরাই হামলা করেছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। তার এই বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্রলীগ। বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিশ^বিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে এসে শেষ হয়। বিক্ষোভ শেষে বক্তব্য রাখেন ছাত্রলীগের সভাপতি রেজোয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারন সম্পাদক গোলাম রাব্বানী। ছাত্রলীগের সভাপতি রেজোয়ানুল হক চৌধুরী শোভন বলেন, বিএনপি-জামাত দেশের সম্পদ বিনষ্ট করেছে। বাংলাদেশের মানুষের ভালোমন্দ তারা চায় না, তারা চায় ক্ষমতা। অপরদিকে আওয়ামী লীগ নিরলসভাবে এদেশের মানুষের জন্য পরিশ্রম করে যাচ্ছে। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, বিএনপি-জামাতের ক্যাডাররা তত উচ্ছৃঙ্খল হচ্ছে। তাদের ব্যাপারে ছাত্রলীগের নেতাকর্মীদের আরো সজাগ থাকতে হবে। দেশের উন্নয়নে বাধা সৃষ্টি করতে চাইলে তার দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য ছাত্রলীগের নেতাকর্মীদের প্রয়োজনে জীবন বাজি রাখতে হবে। সমাবেশে ছাত্রলীগের সাধারন সম্পাদক গোলাম রাব্বানী বলেন, সারাদেশের মানুষ যখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে তখন মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়ের নেতৃত্বে বিনা উসকানিতে ছাত্রদলের ক্যাডাররা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারন মানুষের উপর হামলা করেছে। যানবাহন ভাংচুর করা হয়েছে, সরকারের সম্পত্তি বিনষ্ট করা হয়েছে। উল্টো এর দায় চাপিয়ে দেয়া হয়েছে ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর। আমরা বিএনপি নেতাদের এ ধরণের অপসংস্কৃতি ও মিথ্যাচারের তীব্র নিন্দা জানাই। তিনি বলেন, যারা হামলা করেছে তারা সবাই ছাত্রদল ও বিএনপির ক্যাডার। অথচ মির্জা ফখরুল তাদের ‘হেলমেট বাহিনী’ বলে নির্লজ্জ মিথ্যাচার করেছে। মির্জা ফখরুলকে আগামী ৪৮ ঘন্টার মধ্যে তার বক্তব্য মিথ্যা বলে স্বীকার করে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। অন্যথায় আমরা খালেদা জিয়ার গুলশান কার্যালয় ঘেরাও করব।
×