ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কিশোরগঞ্জে মা ও স্ত্রী হত্যার দায়ে আসামীর ফাঁসি

প্রকাশিত: ০২:৪৩, ১৫ নভেম্বর ২০১৮

কিশোরগঞ্জে মা ও স্ত্রী হত্যার  দায়ে আসামীর ফাঁসি

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ ॥ জেলার পাকুন্দিয়ায় গর্ভধারিণী মা ও স্ত্রীকে হত্যার দায়ে মামলার একমাত্র আসামী ছাবেদ উল্লাহকে (৫৫) ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়াও রায়ে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক এ.জি.এম আল মাসুদ আসামীর উপস্থিতিতে উপরোক্ত রায় দেন। আদালত ও মামলার বিবরণে জানা গেছে, জেলার পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর গ্রামের মৃত মুসলিম মিয়ার ছেলে দন্ডপ্রাপ্ত ছাবেদ উল্লাহ স্ত্রীর পরকিয়ার জেরে ২০০৩ সালের ২৭ জুন গভীর রাতে স্ত্রী চার সন্তানের জননী মনোয়ারা বেগমকে (৩৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন। এ সময় পুত্রবধূকে রক্ষা করতে এগিয়ে গেলে মা মোছাঃ জহুরা খাতুনকেও কুপিয়ে হত্যা করেন তিনি। এ ঘটনার পর আশপাশের লোকজন ঘাতক ছাবেদ উল্লাহকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ব্যাপারে ছাবেদ উল্লাহ’র ছোট ভাই মোঃ আসাদ মিয়া বাদী হয়ে পরদিন পাকুন্দিয়া থানায় একটি হত্যা মামলা নং-১৯(৩)০৩ দায়ের করেন। পরে ২০০৩ সালের ২২ ডিসেম্বর আসামীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা এসআই মিজানুর রহমান। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বৃস্পতিবার চাঞ্চল্যকর জোড়া খুন মামলার রায় ঘোষণা করা হয়। আসামীপক্ষে এ্যাডভোকেট এবিএম লুৎফর রশিদ রানা এবং রাষ্ট্রপক্ষে এ্যাডভোকেট যগেশ্বর রায় চৌধুরী মামলাটি পরিচালনা করেন।
×