ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গাজীপুরে ড্রাম ট্রাক বিদ্যুতায়িত হয়ে চালক ও হেলপারের মৃত্যু

প্রকাশিত: ০৩:০৭, ১৫ নভেম্বর ২০১৮

গাজীপুরে ড্রাম ট্রাক বিদ্যুতায়িত হয়ে চালক ও হেলপারের মৃত্যু

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে মাটিবাহী হাইড্রোলিক ড্রাম ট্রাক বিদ্যুতায়িত হয়ে ওই ট্রাকের চালক ও হেলপারের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- ড্রাম ট্রাকের চালক মো: রুবেল মিয়া ( ৩০) এবং হেলপার মো: জাহাঙ্গীর আলম (৫০)। নিহতদের বাড়ি ভোলায় জেলায়। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (ডিএডি) আক্তারুজ্জামান জানান, বুধবার দিবাগত মধ্যরাতে ঢাকা বাইপাস সড়কের গাজীপুর সিটি কর্পোরেশনের ঝাঝর এলাকায় ঢাকা-বাইপাস সড়কের সংস্কার কাজের জন্য মাটি আনার কাজ করছিল হাইড্রোলিক ড্রাম ট্রাক। ওই সড়কের ঝাজর এলাকায় রাস্তার পাশে গাড়ি রেখে মাটি নামানোর জন্য চালক মাটি ফেলার ট্রাকের পেছনের অংশ উঁচু করে। এসময় সড়কের ওপর দিয়ে যাওয়া ৩৩ কেভির বিদ্যুৎ সঞ্চালন লাইনে স্পর্শ করলে বিদ্যুতায়িত হয়ে ওই ড্রামট্রাকটিতে আগুন ধরে যায়। এতে ট্রাকের চালক রুবেল মিয়া ও ট্রাকের হেলপার জাহাঙ্গীর আলম ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায় এবং নিহত ট্রাকের চালক ও হেলপারের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
×