ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পটুয়াখালীতে প্রস্তুত প্রিন্টিং প্রেস ও মাইক

প্রকাশিত: ০৪:২৬, ১৬ নভেম্বর ২০১৮

পটুয়াখালীতে প্রস্তুত প্রিন্টিং প্রেস ও মাইক

অর্থনৈতিক রিপোর্টার ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীর ব্যবসায়ীরা সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছেন। ২৩ ডিসেম্বর অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগে থেকে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছেন জেলার প্রিন্টিং প্রেস, ডিজিটাল প্রিন্টিং ও মাইক ব্যবসায়ীরা। দিন যত ঘনিয়ে আসবে তাদের ব্যস্ততা তত বাড়বে। আর কদিন পরই জাতীয় সংসদ নির্বাচন। শীঘ্রই ছাপাখানাগুলো ব্যস্ত সময় পার করবে। এ সময় প্রার্থীদের প্রচার প্রচারণায় সরগরম হয়ে উঠবে পটুয়াখালীর ৪টি আসনের অলি-গলি। শহরের আলী প্রিন্টিং প্রেসের ম্যানেজার আবদুর রশিদ জানান, নির্বাচন সামনে রেখে দ্রুত সময়ের মধ্যে যেন প্রার্থীদের হাতে পোস্টার-লিফলেট সরবরাহ করার সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নীরবিচ্ছিন্ন বিদ্যুত সরবরাহ থাকলে অর্ডার দেয়ার সঙ্গে সঙ্গে পোস্টার-লিফলেট ছাপিয়ে তাদের হাতে দেয়া যাবে।
×