ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ভোলায় ৪ দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধন

প্রকাশিত: ০৪:২৬, ১৬ নভেম্বর ২০১৮

ভোলায় ৪ দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা, ভোলা ॥ উন্নয়ন ও উত্তরণ আয়করের অর্জন, উন্নয়নের শীর্ষে যাব, যথাযথ আয়কর দিব সেøাগান নিয়ে ভোলায় উদ্বোধন করা হয়েছে আয় কর মেলা। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় ভোলা আয়কর কার্যালয়ে এই ৪ দিনব্যাপী এই মেলার প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু। ভোলার সহকারী কমিশনার মোঃ মনজুর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি ছিলেন, বরিশাল কর অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার মোঃ আবুল বাশার আকন, ভোলা সিভিল সার্জন রথীন্দ্র নাথ মজুমদারসহ ব্যবসায়ী, ভোলা পৌরসভার প্যানেল চেয়ারম্যান মোঃ শাহে আলম, ভোলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক বাংলার কণ্ঠের সম্পাদক এম হাবিবুর রহমান। এছাড়া বক্তব্য রাখেন, ভোলা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক অবিনাশ নন্দি, ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক হামিদুর রহমান হাসিব প্রমুখ। এ সময় চাকরিজীবীসহ বিভিন্ন পেশার আয়কর দাতাগণ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, কর না দিলে দেশের উন্নয়ন সম্ভব নয়। যারা করের আওতায় রয়েছে তাদের প্রত্যেককে করা দেয়া উচিত। মেলায় আয়কর দাতারা যাতে সহজে আয়কর প্রদান করতে পারেন সেজন্য কয়েকটি স্টলের মাধ্যমে বিভিন্ন সেবা প্রদানের ব্যবস্থা রয়েছে। আজ থেকে আগামী ১৮ নবেম্বর পর্যন্ত এ মেলা চলবে।
×