ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ফেসবুকের নতুন এ্যাপ

প্রকাশিত: ০৪:২৮, ১৬ নভেম্বর ২০১৮

ফেসবুকের নতুন এ্যাপ

নতুন একটি এ্যাপ চালু করেছে ফেসবুক। নতুন এই এ্যাপের নাম লাসো। এটা দিয়ে ছোট ছোট ভিডিও তৈরি করা যাবে। মূলত গ্রাহকদের মজা করার সুযোগ দিতেই এমন অ্যাপ চালু করেছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যমটি। দ্য ভার্জ এক প্রতিবেদনে জানিয়েছে, চীনের তৈরি এ্যাপ ‘টিকটকের’ সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে লাসো। সম্প্রতি টিকটকের সঙ্গে মিউজিক্যাল অ্যাপ একীভূত হয়েছে। ফলে একটি শক্তিশালী এ্যাপে রূপ নিয়েছে টিকটক। আর এটার সঙ্গে লড়াই করবে ফেসবুকের লাসো। বিভিন্ন পদক্ষেপের সাহায্যে তরুণদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করতে চাচ্ছে ফেসবুক। লাসো চালু করা সেরকমই একটি পদক্ষেপ। ইতোমধ্যে ফেসবুক বিভিন্ন কারণে তরুণদের মধ্যে কিছুটা গ্রহণযোগ্যতা হারিয়েছে। এই হারানো গ্রহণযোগ্যতা ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা করছে তারা। দ্য ভার্জের ওই প্রতিবেদনে জানানো হয়, ২০১৪ সালে ৭১ শতাংশ তরুণ জানিয়েছিল তারা ফেসবুক ব্যবহার করবে। -অর্থনৈতিক রিপোর্টার
×