ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৪০তম বিসিএসে রেকর্ড আবেদন

প্রকাশিত: ০৪:৩৮, ১৬ নভেম্বর ২০১৮

৪০তম বিসিএসে রেকর্ড আবেদন

স্টাফ রিপোর্টার ॥ সরকারী কর্মকমিশনের (পিএসসি) আসন্ন ৪০তম বিসিএসের জন্য আবেদন করেছেন রেকর্ড সংখ্যক চার লাখ ৬৭ হাজার ৫৩৭ জন চাকরিপ্রার্থী। যা ইতিহাসের যে কোন বিসিএসের তুলনায় বেশি। বৃহস্পতিবার ছিল আবেদনের শেষ দিন। বিসিএসের প্রতি চাকরি প্রার্থীদের আগ্রহ বাড়তে থাকার এমন পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেছেন পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক। জানা গেছে, এর আগে বিসিএসে রেকর্ড আবেদন ছিল ৩৮তম বিসিএসে। যেখানে আবেদন করেছিলেন ৩ লাখ ৮৯ হাজার ৪৬৮ প্রার্থী। চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক তরুণ প্রজন্মের বিসিএসে আগ্রহ বাড়ার কারণ হিসেবে বলেছেন, এর পেছনে বেশকিছু কারণ আছে। প্রথমত, বিসিএস পরীক্ষা হচ্ছে এখন শতভাগ স্বচ্ছতার সঙ্গে। যেখানে স্বাধীনভাবে পিএসসি সকল কার্যক্রম পরিচালনা করতে পারছে। কারণ সরকার কমিশনকে সেই স্বাধীনতা দিয়েছে। কোন বিতর্ক নেই বিসিএস পরীক্ষায়। ফলে চাকরি প্রার্থীদের মাঝে বিসিএসে আস্থা বেড়েছে শতভাগ। দ্বিতীয় কারণ হচ্ছে, তরুণরা বিসিএসে আসছে আস্থার কারণে। তারা এখন দেখেছে বিসিএসে চাকরি হচ্ছে স্বচ্ছতার সঙ্গে। সরকার চাকরিজীবীদের সুযোগ সুবিধাও বাড়িয়েছে। মেধাবীরা এখন এ পরীক্ষার মাধ্যমে চাকরি নিয়ে অনেক ভাল করতে পারছে। এছাড়া বিসিএস পরীক্ষার মাধ্যমে ভাল একটি চাকরি নিয়ে দেশসেবার মানসিকতাও এখন তরুণদের মাঝে প্রবল। পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নেসার উদ্দিন বলছিলেন, শেষ দিন পর্যন্ত রেকর্ডসংখ্যক ৩ লাখ ৮৯ হাজার ৫৩৩ জন ফিও জমা দিয়েছেন। এছাড়া আবেদন করে ফি জমা দেয়ার অপেক্ষায় আছেন আরও ৭৮ হাজার প্রার্থী। এটাকে রেকর্ড অভিহিত করে তিনি বলেন, এর আগে ৩৮তম বিসিএস ছিল রেকর্ড। এর আগে ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএস বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। বিজ্ঞপ্তি অনুযায়ী বিভিন্ন ক্যাডারে এক হাজার ৯০৩টি শূন্য পদে নিয়োগের সুপারিশ করবে পিএসসি। এই বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে ২০০ জন, পুলিশে ৭২ জনসহ সাধারণ ক্যাডারে ৪৬৫ জন এবং অন্যান্য ক্যাডার মিলিয়ে মোট এক হাজার ৯০৩ জনকে নিয়োগ দেয়া হবে। নিয়োগের সুপারিশের সময় পদ সংখ্যা আরও বাড়তে পারে। প্রশাসন ক্যাডারে ২০০টি পদ, পুলিশ ক্যাডারে ৭২টি পদ, পররাষ্ট্র ক্যাডারে ২৫টি পদ, কর ক্যাডারে ২৪টি পদ, শুল্ক ও আবগারি ক্যাডারে ৩২টি পদসহ বিভিন্ন ক্যাডারে সর্বমোট এক হাজার ৯০৩টি শূন্য পদের জন্য প্রার্থীরা আবেদন করতে পারছেন।
×