ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ ও জমার শেষদিন আজ

প্রকাশিত: ০৬:১৪, ১৬ নভেম্বর ২০১৮

বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ ও জমার শেষদিন আজ

স্টাফ রিপোর্টার ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চতুর্থ দিনের মতো দলীয় মনোনয়ন প্রত্যাশীরা বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। বৃহস্পতিবার সকাল থেকেই মনোনয়ন ফরম সংগ্রহ ও দ্বিতীয় দিনের মতো জমা শুরু হয়। দিনভর এ কার্যক্রম চলাকালে দলীয় কার্যালয় ও আশপাশের এলাকায় নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা গেছে। তবে প্রথম দুই দিনের মতো উৎসবমুখর পরিবেশ দেখা যায়নি। আজ শুক্রবার বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেয়া শেষ হচ্ছে। আগের ৩ দিনের মতো মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেয়ার জন্য পূর্বনির্ধারিত সময়ের আগেই নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ভিড় করতে থাকেন দলীয় নেতাকর্মীরা। তবে বুধবার দুপুরে সেখানে পুলিশ-বিএনপি সংঘর্ষের কারণে জ্বালাও-পোড়াও ও যানবাহন ভাংচুরসহ সহিংস ঘটনায় বৃহস্পতিবার সেখানে নেতাকর্মীদের উপস্থিতি ছিল তুলনামূলক কম। আর পুলিশ বাহিনীকেও বিএনপি কার্যালয় থেকে একটু দূরত্ব বজায় রেখে দায়িত্ব পালন করতে দেখা গেছে। বৃহস্পতিবার দুপুরের দিকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ (ফরিদপুর-২) এবং ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইসরাক হোসেন ঢাকা-৬) মনোনয়ন ফরম জমা দিয়েছেন। এ সময় কুমিল্লা-১ আসানের জন্য স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক একেএম আবুল কালাম আজাদ ও কুমিল্লা-২ আসনের জন্য সাবেক ছাত্রদল নেতা ওবায়দুল হক ভুঁইয়াকে মনোনয়ন ফরম সংগ্রহ করতে দেখা গেছে। এ সময় স্লোগান দিয়ে তাদের স্বাগত জানান বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে থাকা নেতাকর্মীরা। ১২ নবেম্বর থেকে শুরু হয় বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মনোনয়ন ফরম সংগ্রহ। প্রথম দিনে ১ হাজার ৩২৬, দ্বিতীয় দিনে ১ হাজার ৮৯৬ এবং তৃতীয় দিনে ৪৪৮ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন। ৩ দিনে মনোনয়ন ফরম সংগ্রহ করেন ৩ হাজার ৬৭০ জন। আর জমা শুরুর পর প্রথম দিন বুধবার ৩৯১ জন মনোনয়ন ফরম জমা দেন। বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত চতুর্থ দিনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৪০২ জন। এর ফলে এ রিপোর্ট লেখা পর্যন্ত বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৪ হাজার ৭২ জন। আর বৃহস্পতিবার জমা পড়েছে ৮৫৮। এর ফলে বুধবারের ৩৯১সহ এ পর্যন্ত জমা পড়েছে ১ হাজার ২৪৯ মনোনয়ন ফরম। গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে মনোনয়নপ্রত্যাশীদের বৈঠক আচরণবিধির লংঘন- রিজভী ॥ গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে মনোনয়ন প্রত্যাশীদের বৈঠক নির্বাচনের আচরণবিধির লংঘন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, গণভবনে আওয়ামী লীগের প্রায় সাড়ে চার হাজার মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাতকার নেয়ার জন্য দলীয় সভার আয়োজন করেছে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা অথচ এ রকম একটি রাষ্ট্রীয় স্থাপনায় ও সরকারী অর্থায়নে নিয়মবহির্ভূত দলীয় কার্যক্রমের বিষয়ে নির্বাচন কমিশন নিশ্চুপ। রিজভী অভিযোগ করেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইসির তৎপরতা আইনানুগ নয়। কমিশন স্ববিরোধী বক্তব্য রাখছে। বুধবার কমিশন বলেছে, নয়াপল্টনে শোডাউন আচরণবিধির লংঘন নয়। তাহলে তফসিল ঘোষণার পর কোন্ সাহসে পুলিশ বিএনপির উচ্ছ্বাসমুখর নেতাকর্মীদের ওপর সহিংস আক্রমণ চালিয়েছে? কার নির্দেশে এই পৈশাচিক আক্রমণ চালানো হয়েছে। মানুষ বিশ্বাস করে বিএনপি নেতাকর্মীদের পুলিশের গুলিতে ক্ষতবিক্ষত করার নির্দেশদাতা হচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একতরফা নির্বাচনে জয়লাভ করায়ত্ত করতে বিরোধী দলশূন্য করার প্রথম পদক্ষেপ হিসেবে পুলিশ ও আওয়ামী লীগ ক্যাডারদের দিয়ে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সহিংসতা ও নাশকতা করা হয়েছে। রিজভী বলেন, প্রথমেই পুলিশ বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মিছিলে গাড়ি উঠিয়ে দিয়ে ঘটনার সূত্রপাত করে। এই গাড়িচাপায় অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়। পুলিশ কিভাবে জনগণের ওপর গাড়ি উঠিয়ে দেয়, সেটি নির্বাচন কমিশনের কাছে জানতে চাই। তিনি বলেন, সুপরিকল্পিতভাবে হেলমেটধারীরা পুলিশের গাড়িতে আগুন দিয়েছে। এই হেলমেটধারী কারা, তা জনগণ জানে। যারা আগুন দিয়েছে তারা পুলিশের প্রোটেকশনে এই নাশকতার কাজ করেছে। রিজভী বলেন, নির্বাচনের সময় অবৈধ অস্ত্র উদ্ধার ও বৈধ অস্ত্র জমা দান অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জরুরী হলেও নির্বাচন কমিশন নির্বিকার ভূমিকা পালন করছে। এতে প্রমাণিত হয়, নির্বাচন কমিশন বিশেষ দলের পক্ষেই নির্বাচনী মাঠ সমতল করছে। নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়- অলি ॥ বর্তমান পরিস্থিতিতে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ২০ দলীয় জোটের প্রধান সমন্বয়ক কর্নেল (অব.) অলি। বৃহস্পতিবার দুপুরে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। অলি বলেন, নির্বাচন কমিশন লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বললেও এখনও তা নিশ্চিত হয়নি। ২০ দলীয় জোটের নেতাকর্মীদের গ্রেফতার ও মামলা দেয়া অব্যাহত আছে। এভাবে চলতে থাকলে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। আমরা নির্বাচনে থাকি সেটা সরকার চায় কিনা এ ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে। তাই নির্বাচন হবে কিনা বা আমরা নির্বাচনে অংশগ্রহণ করব কিনা সেটা নির্ভর করে সরকার ও ইসির ওপর। অলি বলেন, এই নির্বাচনে নির্বাচন কমিশনের কোন নিয়ন্ত্রণ নেই। গত মঙ্গলবার নির্বাচন কমিশন আইজিকে এক নির্দেশে বলেছে, মনোনয়নপত্র জমা দেয়ার সময় কোন মিছিল যাতে না হয় সে ব্যাপারে ব্যবস্থা নিতে। বুধবার নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মনোনয়নপত্র জমা দিতে আসা সারাদেশের নেতাকর্মীদের ওপর পুলিশ বিনা উস্কানিতে হামলা চালায়। এতে ৬০ থেকে ৭০ জন আহত হন। এ সময় খালেদা জিয়ার মনোয়নয়নপত্র জমা দিতে আসা তার উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, গাইবান্ধা জেলা বিএনপির সাবেক সভাপতি আনিসুজ্জামান খান বাবু, খুলনা জেলা বিএপির সাধারণ সম্পাদক আমীর এজাজ খানসহ ক’জন নেতাকর্মীকে পুলিশ আটক করে। অলি বলেন, ২০ দলীয় জোট একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চায়। কিন্তু এতে সরকারের সদিচ্ছা নেই। সরকার ও ক্ষমতাসীন দল চায় না ২০ দল নির্বাচনে আসুক। নির্বাচনে সব দলের জন্য সমান সুযোগ নেই। সরকারী দল ও তাদের শরিকরা বেশি সুবিধা পাচ্ছে। প্রধানমন্ত্রী আশ্বাস দেয়া সত্ত্বেও এখনও আইনশৃঙ্খলা বাহিনীর ধরপাকড় বন্ধ হয়নি। সারাদেশে ২০ দলীয় জোটের নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। অলি বলেন, নয়াপল্টনে হামলার ঘটনার পর বিএনপি কার্যালয় যখন জনশূন্য তখন একদল হেটমেটধারী লোক গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এই হেলমেট বাহিনী নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারী কিশোর ছাত্রছাত্রীদের ওপরও হামলা চালিয়েছিল। গাড়িতে আগুন ধরিয়ে দেয়া যার ছবি পাওয়া গেছে সে ছেলেটি ছাত্রলীগের কর্মী বলে অনেকে অভিযোগ করেছেন। অলি আহমদ বলেন, মাত্র কয়েকদিন আগে ক্ষমতাসীন দল চার হাজারেরও বেশি মনোনয়ন ফরম বিক্রি করেছে। কেউ কেউ হাতি নিয়ে ঢাক-ঢোল বাজিয়ে মিছিলসহকারে আওয়ামী লীগের থানম-ি কার্যালয়ে এসেছে। নির্বাচন কমিশন তখন কোন নির্দেশনা বা আদেশ জারি করেনি। প্রশাসন ও পুলিশ কোনো বাধা দেয়নি, কাউকে গ্রেফতার করা হয়নি। কিন্তু বিএনপির জনসমাগম দেখে তারা শঙ্কিত। হয়ত এবার আর ক্ষমতায় থাকতে পারবে না, গদি ছাড়তে হবে এই ভয়ে তারা নিরপরাধ বিএনপি নেতাকর্মীদের ওপর চড়াও হয়। দলে ফিরলেন সাবেক বিএনপি নেতা রশিদ ॥ দীর্ঘ এক যুগ পর দলে ফিরলেন বিএনপির সাবেক বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুর রশিদ। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে মওলানা ভাসানীর ৪২তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান ও শামসুজ্জামান দুদুর হাতে ফুল দিয়ে বিএনপির রাজনীতিতে ফিরে আসার ঘোষণা দেন তিনি।
×