ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দেশে প্রথম সাবমেরিন ক্যাবলে বিদ্যুত গেল সন্দ্বীপে

প্রকাশিত: ০৬:১৯, ১৬ নভেম্বর ২০১৮

দেশে প্রথম সাবমেরিন ক্যাবলে বিদ্যুত গেল সন্দ্বীপে

স্টাফ রিপোর্টার ॥ সাবমেরিন ক্যাবলে বিদ্যুত গেল সন্দ্বীপে। বৃহস্পতিবার বিকেল ৫টায় সাবমেরিন ক্যাবলের সাহায্যে সন্দ্বীপে জাতীয় গ্রিড থেকে প্রথম বিদ্যুত সংযোগ দেয়া হয়েছে। দেশে এ ধরনের উদ্যোগ এই প্রথম। সাগর তলদেশে সাবমেরিন ক্যাবল স্থাপনের মাধ্যমে সাগর দ্বীপ সন্দ্বীপকে জাতীয় বিদ্যুত গ্রিডের আওতায় আনা হয়েছে। চট্টগ্রাম বিদ্যুত বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় চট্টগ্রামের সীতাকু- থেকে সন্দ্বীপ পর্যন্ত ১৫ কিলোমিটার সাবমেরিন ক্যাবল স্থাপন করা হয়েছে। এতে সন্দ্বীপের চার লাখ অধিবাসী গ্রিড বিদ্যুতের সুবিধার আওতায় আসল। সাবমেরিন ক্যাবল স্থাপনের ফলে পর্যাপ্ত বিদ্যুত সরবরাহের সুযোগ সৃষ্টি হওয়ায় এখানে শিল্প কারখানা স্থাপনসহ বাণিজ্যিক কর্মকা-ের ব্যাপক প্রসার ঘটবে বলে সরকার মনে করছে। আগে সন্দ্বীপে ডিজেল জেনারেটর দিয়ে শুধু পিক আওয়ারে সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত বিদ্যুত সরবরাহ করে পিডিবি। এখন সন্দ্বীপের মোট বিদ্যুত গ্রাহকের সংখ্যা দুই হাজার ৩০০। এখন সন্দ্বীপের বিদ্যুত চাহিদা গড়ে এক দশমিক ৮০ মেগাওয়াট। তবে এখন গ্রিডের বিদ্যুত যাওয়াতে সেখানে চাহিদা বৃদ্ধি পাবে।
×