ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘সোনার ছেলে’ উপাধি পেলেন নূর

প্রকাশিত: ০৬:১৯, ১৬ নভেম্বর ২০১৮

‘সোনার ছেলে’ উপাধি পেলেন নূর

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ সংস্কৃতিমন্ত্রী ও নীলফামারী-২ সদর আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূরকে ‘সোনার ছেলে’ উপাধি দেয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের জেলা শিল্পকলা অডিটোরিয়ামে অবসরগ্রহণ করা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের এক অনুষ্ঠানে এই উপাধি দেয়া হয়। শহরের মুন্সিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বলেন, আসাদুজ্জামান নূর শিক্ষক পরিবারের সন্তান। উনার বাবা-মা দুইজনই ছিলেন শিক্ষক। নীলফামারীকে উজ্জ্বল করেছেন তিনি। উন্নয়নের পাশাপাশি অর্থনীতির চাকাকে করেছেন গতিশীল। উনার কারণে আমরা ভাল আছি। এ জন্য তাকে ‘সোনার ছেলে’ উপাধি দেয়া হলো। প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান নূর বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সময়ে বেসরকারী প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণ শুরু করেন তারপর একযোগে করলেন তারই কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
×