ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাণিজ্য ইস্যুতে আসিয়ান ঐক্যবদ্ধ হতে পারছে না

প্রকাশিত: ০৬:৪১, ১৬ নভেম্বর ২০১৮

বাণিজ্য ইস্যুতে আসিয়ান ঐক্যবদ্ধ হতে পারছে না

চীন-মার্কিন প্রতিদ্বন্দ্বিতার মধ্যে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে ঐক্যবদ্ধ অবস্থান নিতে ব্যর্থ হলেও এ জন্য তাদের দোষারপ করা ঠিক হবে না। অন্যান্য আঞ্চলিক জোটগুলোও এক্ষেত্রে মিশ্রিত অবস্থান নিচ্ছে। যার মধ্যে ইউরোপিয়ান ইউনিয়ন অন্যতম। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সেইন লং আসিয়ান সম্মেলনের আগে ব্লুমবার্গ নিউ ইকোনমি ফোরামে এসব কথা বলেন। সাউথ চায়না মর্নিং পোস্ট। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের সম্মেলনের আগেই সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী তার জোটবদ্ধতা নিয়ে বক্তব্য দিলেন। ১০ সদস্যবিশিষ্ট আসিয়ানে যুক্তরাষ্ট্র ও চীন প্রধান বৈশ্বিক অংশীদার হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে। ব্লুমবার্গ নিউ ইকোনমি ফোরামে সম্মেলনটি তার আগে অনুষ্ঠিত হয়। এতে যোগ দিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং, যুক্তরাষ্ট্রের ভাইস- প্রেসিডেন্ট মাইক পেন্স ও রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। দীর্ঘদিন ধরে আসিয়ানের সম্মিলিত অবস্থানের অভাব নিয়ে বিশ্বের বিভিন্ন দেশ উপহাস করছে। জোটের কিছু সদস্য অংশীদারদের সঙ্গে তাদের দায়বদ্ধতায় বৃহৎ শক্তিধর দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপনের একটি সুখ্যাতি রয়েছে। বিশেষ করে কম্বোডিয়া ও লাওস প্রায়ই বেজিংয়ের প্রভাব বলয়ের মধ্যে থেকে কাজ করে বলে অভিযোগ করা হয়। ২০১২ সালে যখন আসিয়ানের সম্মেলন কম্বোডিয়ায় হয়েছে তখন এটি চীনের দ্বারা প্রভাবিত হয়ে ব্যাপক পদক্ষেপ গ্রহণ করে। এ হিসেবে একটি যৌথ সংলাপে দক্ষিণ চীন সাগরের উল্লেখ করে বেজিংয়ের প্রভাব বলয়ে থাকা নিয়ে কথা বলার চেষ্টা চালায়। লি বলেন, তাদের জোট যে বিভিন্ন শক্তির দ্বারা প্রভাবিত সে বিষয়টি তিনি অস্বীকার করছেন না। আসিয়ান তো পুরো বিশ্বের দায় নিতে পারে না। তবে আমরা যতটা সম্ভব করার চেষ্টা করছি। এমনকি ইইউও চীনের সঙ্গে তাদের চুক্তিগুলো নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে উপস্থাপন করে থাকে। আপনাকে এই ভিন্ন মতামতগুলো মিটিয়ে ফেলতে হবে।
×