ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফ্রান্স যুক্তরাষ্ট্রের আজ্ঞাবহ নয়, ট্রাম্পকে ম্যাক্রোঁ

প্রকাশিত: ০৬:৪১, ১৬ নভেম্বর ২০১৮

ফ্রান্স যুক্তরাষ্ট্রের আজ্ঞাবহ নয়, ট্রাম্পকে ম্যাক্রোঁ

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ টুইটারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক সমালোচনার জবাবে বলেছেন, তার দেশ যুক্তরাষ্ট্রের মিত্র, আজ্ঞাবহ রাষ্ট্র নয়। বুধবার দেয়া সাক্ষাতকারে ফরাসী প্রেসিডেন্ট এ পাল্টা মন্তব্য করেছেন। ইয়াহু নিউজ। প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তির শতবর্ষ পূর্তি উপলক্ষে অনুষ্ঠানে যোগ দিতে গত সপ্তাহ ফ্রান্স সফর করেন ট্রাম্প। সেখান থেকে ফিরে তিনি মঙ্গলবার টুইটারে ফ্রান্স ও ম্যাক্রোঁর বিরুদ্ধে একের পর এক তীর ছোড়েন। সেসব টুইটে জার্মানির কাছে দুটি বিশ্বযুদ্ধে ফ্রান্সের ‘প্রায় হেরে যাওয়ার’ কথা মনে করিয়ে দেন। হুমকি দেন ফ্রান্সের বিখ্যাত ওয়াইন শিল্প ধসিয়ে দেয়ার। ট্রাম্প এর আগে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ওপর নির্ভরশীলতা কমানোর লক্ষ্যে আলাদা ইউরোপীয় সেনাবাহিনী গঠনে ম্যাক্রোঁর পরামর্শেরও সমালোচনা করেছিলেন। এরপর থেকেই দুই দেশের সম্পর্কে অবনতির বিষয়টি প্রকাশ্যে আসে। একের পর এক টুইটে অপমানিত হয়েছেন কি না, সাক্ষাতকারে এমন প্রশ্নের জবাবে ম্যাক্রোঁ আমেরিকার স্বাধীনতা যুদ্ধের সময় থেকে শুরু করে দুই দেশের দীর্ঘ সামরিক মিত্রতার কথা উল্লেখ করেন।
×