ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টেক্সাসে পাঠ্যক্রম থেকে হিলারিকে বাদ দেয়া হচ্ছে না

প্রকাশিত: ০৬:৪২, ১৬ নভেম্বর ২০১৮

টেক্সাসে পাঠ্যক্রম থেকে হিলারিকে বাদ দেয়া হচ্ছে না

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের শিক্ষা কর্তৃপক্ষ হিলারি ক্লিনটন সম্পর্কে সরকারী স্কুলগুলোর শিক্ষার্থীদের শিক্ষাদান করার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার মার্কিন গণমাধ্যম বিষয়টি নিয়ে প্রতিবেদন করেছে। সাবেক ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থীকে ইতিহাসের পাঠ্যক্রম থেকে বাদ দেয়ার আগের পদক্ষেপটি প্রত্যাহার করে নেয় তারা। এএফপি। সেপ্টেম্বরে কর্মকর্তারা বিতর্কিতভাবে হিলারিকে পাঠ্যক্রম থেকে বাদ দেয়ার জন্য ভোট দেন। হিলারি ক্লিনটন মার্কিন ইতিহাসে প্রধান একটি দলের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন পান। পাঠ্যক্রমে প্রতিবন্ধী অধিকারকর্মী হেলেন কেলারসহ প্রস্তাবিত রাজনৈতিক ও সামাজিক নেতাদের তালিকা রয়েছে। হিলারিকে বাদ দেয়ার পদক্ষেপকে ইতিহাসের শিক্ষকরা রাজনৈতিক পক্ষপাতের অভিযোগে অভিযুক্ত করেন। মার্কিন গণমাধ্যম প্রতিবেদন করেছে, মঙ্গলবার টেক্সাস বোর্ড অব এডুকেশন সিদ্ধান্তটি নিতে ভোট নেন। এতে ১২-২ ভোটে হিলারিকে রাখার সিদ্ধান্ত নেয়া হয়। হিলারিকে বাদ দেয়া হলে ৫০ লাখ শিক্ষার্থী ও পাঠ্যবই পুস্তক ক্ষতিগ্রস্ত হতো।
×