ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রবৃদ্ধির পাশাপাশি আয় বৈষম্য প্রকট হচ্ছে ভারতে

প্রকাশিত: ০৬:৪২, ১৬ নভেম্বর ২০১৮

প্রবৃদ্ধির পাশাপাশি আয় বৈষম্য প্রকট হচ্ছে ভারতে

বর্তমানে বিশ্বের সবচেয়ে দ্রুততম অর্থনৈতিক উন্নয়নের দেশ ভারত। প্রবৃদ্ধির গতি ধরে রাখার জন্য প্রশংসিত হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে অর্থনীতিবিদরা বলছেন, দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী অর্থনীতি ভারতে বণ্টনে সমতার ক্ষেত্রে ঘাটতি থাকার কথা বলছেন। সিএনবিসি। ২০১৪ সালে নির্বাচনী প্রচারে নরেন্দ্র মোদি অভ্যন্তরীণ অর্থনীতির ক্ষেত্রে উন্নয়নের বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন। ২০১৯ সালের নির্বাচনেও তিনি এই বিষয়টি নিয়ে আসবেন। ডাটা ফার্ম আইএইচএস মারকিটের এশিয়া প্যাসিফিকের প্রধান অর্থনীতিবিদ রাজীব বিশ্বাস বলেন, মোদি সরকাররের অধীনে ভারতীয় অর্থনীতি টেকসই প্রবৃদ্ধি প্রর্দশন করছে। ২০১৭-১৮ অর্থবছরে জিডিপি প্রায় ৭ শতাংশ। আর ২০১৮-১৯ অর্থবছরেও এই গতি একই থাকবে বলে আশা করা হচ্ছে। তবে ২০১৮ সালের প্রতিবেদনে আন্তর্জাতিক অলাভজনক প্রতিষ্ঠান অক্সফার্ম একটু ভিন্নভাবে এর মূল্যায়ন করেছে।
×