ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক প্রীতি ফুটবল

রাতে লন্ডনে মুখোমুখি ব্রাজিল-উরুগুয়ে

প্রকাশিত: ০৬:৫৮, ১৬ নভেম্বর ২০১৮

রাতে লন্ডনে মুখোমুখি ব্রাজিল-উরুগুয়ে

স্পোর্টস রিপোর্টার ॥ আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দক্ষিণ আমেরিকা তথা বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি ব্রাজিল ও উরুগুয়ে। লন্ডনের বিখ্যাত এমিরেটস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ রাত ২টায়। প্রীতি হলেও ম্যাচটি নিয়ে উন্মাদনার কমতি নেই। যদিও চোটের কারণে ব্রাজিল দল থেকে ছিটকে পড়েছেন দুই তারকা বার্সিলোনার ফিলিপ কুটিনহো ও রিয়াল মাদ্রিদের মার্সেলো। আগেই ছিটকে গেছেন আরেক ডিফেন্সিভ মিডফিল্ডার কাসেমিরো। এরপরও অবশ্য তারকার কমতি নেই। নেইমারের নেতৃত্বে ব্রাজিল দলে খেলবেন একঝাঁক প্রতিশ্রুতিশীল ফুটবলার। সবচেয়ে বড় কথা, সাবেক বার্সিলোনা সতীর্থ লুইস সুয়ারেজের মুখোমুখি হচ্ছেন বর্তমানে পিএসজিতে খেলা নেইমার। সুয়ারেজ যদি সাবেক ক্লাব সতীর্থ হন তবে এডিনসন কাভানি কিন্তু নেইমারের বর্তমান ক্লাব সতীর্থ। সেই কাভানির বিরুদ্ধেই এবার ময়দানী লড়াইয়ে অবতীর্ণ হচ্ছেন রেকর্ড সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাাম্পিয়ন দলের অধিনায়ক। অনেকটা বাধ্য হয়েই ইংল্যান্ডে উরুগুয়ে আর ক্যামেরুনের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য দলে কয়েকটি পরিবর্তন এনেছেন ব্রাজিল কোচ টিটে। এ্যাঙ্কেলের চোটে কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন কাসেমিরো। তার জায়গায় ব্রাজিল বস ডেকেছেন বার্সিলোনা মিডফিল্ডার রাফিনহা আলকানতারাকে। সেই সঙ্গে প্রীতি ম্যাচের দলে ডাক পেয়েছেন বেইজিং গোয়ানের মিডফিল্ডার রেনাটো অগাস্টা ও জুভেন্টাসে ফুলব্যাক এ্যালেক্স সান্দ্রো। কুটিনহোর না থাকাটা অনুমিতই ছিল। বৃহস্পতিবার বার্সা জানিয়েছে, হ্যামস্ট্রিংয়ের চোটে কমপক্ষে দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে এই এ্যাটাকিং মিডফিল্ডারকে। তবে টিটে আশা করেছিলেন, রিয়াল লেফটব্যাক মার্সেলোকে পাওয়া যাবে। কিন্তু তিনি এখনও উরুর চোট কাটিয়ে উঠতে পারেননি। ব্রাজিল ফুটবল কনফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছিল, মার্সেলোর জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবেন টিটে। কিন্তু ফিট না হওয়ায় চলতি সপ্তাহে সেল্টা ভিগোর বিপক্ষে ৪-২ গোলে জয় পাওয়া ম্যাচটিতেও রিয়ালের হয়ে খেলতে পারেননি তিনি। উরুগুয়ের বিরুদ্ধে ম্যাচের চারদিন পর ব্রাজিল মিলটন কায়েনেসে খেলবে ক্যামেরুনের বিপক্ষে। সেলেসাওরা সর্বশেষ ম্যাচে দারুণ জয় পেয়েছে। গত ১৭ অক্টোবর তারা হারিয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে। ওই ম্যাচের সুখস্মৃতি নিয়েই এবার নিজেদের মহাদেশের আরেক প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে মাঠে নামছে পেলের দেশ। এদিকে বার্সিলোনায় সতীর্থ লিওনেল মেসির থেকে শেখার সুযোগ কাজে লাগাতে চান তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ম্যালকম। ৪ কোটি ১০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে গত জুলাইয়ে ন্যুক্যাম্পে পা রাখা ম্যালকম সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে এ পর্যন্ত মাত্র দুটি ম্যাচে বার্সিলোনার শুরুর একাদশে জায়গা পেয়েছেন। এক সাক্ষাতকারে ম্যালকম বলেন, ম্যাচ শুরুর কয়েক মিনিট আগে টানেলে তিনি আমাকে বলেছিলেন, মাঠে যখনই তিনি বল পান, তিনি আমাকে খুঁজে নেবেন। আর তিনি তা করেন কারণ তিনি একজন ফুটবল এলিয়েন। তিনি সবসময় দলের জন্য সেরাটাই চান। এ জন্যই তিনি অধিনায়ক। আর তিনি এমন একজন যিনি নিজেদের সেরাটা দিতে খেলোয়াড়দের অনুপ্রাণিত করতে পারেন। আমার কাছে তিনি বিশ্বের সেরা খেলোয়াড়। মেসির কাছ থেকে যতটা সম্ভব শিখতে চান ২১ বছর বয়সী এই ফুটবলার। এ প্রসঙ্গে ম্যালকম বলেন, শুধু তার সঙ্গে বল দেয়া-নেয়া করে, আমি অনেক কিছু শিখছি। আমি এই সুযোগের সর্বোচ্চ সুবিধা নিতে চাই।
×