ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

হেরেই চলেছে বাংলাদেশ

প্রকাশিত: ০৬:৫৮, ১৬ নভেম্বর ২০১৮

হেরেই চলেছে বাংলাদেশ

জিএম মোস্তফা ॥ হেরেই চলেছে বাংলাদেশ। নারী টি২০ বিশ্বকাপে বুধবার শ্রীলঙ্কার কাছে ২৫ রানে লজ্জাজনকভাবে হেরেছে সালমা খাতুনের দল। এর ফলে গ্রুপপর্বে টানা তিন ম্যাচে পরাজয়ের স্বাদ পেল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের কাছে নিজেদের প্রথম ম্যাচে ৬০ রানের বড় হারের মধ্য দিয়ে নারী টি-২০ বিশ্বকাপের মিশন শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষেও সঙ্গী তাদের পরাজয়। নিজেদের তৃতীয় ম্যাচেও সেই একই চিত্রনাট্য। সেন্ট লুসিয়ায় ড্যারেন স্যামি জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এদিন টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে শাসিকলা শ্রীবর্ধনের ৩১ আর সুরাঙ্গিকার ১৬ রানের সৌজন্যে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ৯৭ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। লঙ্কানদের এই অল্প রানে বেঁধে রাখার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন জাহানারা আলম। বাংলাদেশের হয়ে একাই তিন উইকেট পান তিনি। এছাড়া একটি করে উইকেট দখল করেন খাদিজাতুল কুবরা, রুমানা আহমেদ এবং ফাহিমা খাতুন। মাত্র ৯৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ২০ রান করেন নিগার সুলতানা। এছাড়া সমান ১১ রান করে আসে আয়েশা রহমান ও রিতু মনির ব্যাট থেকে। বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণে ৭২ রানেই থেমে যায় বাংলাদেশের ইনিংস। ফলে ২৫ রানের হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ নারী ক্রিকেট দল। শ্রীলঙ্কার হয়ে জয়ঘনি নেন তিন উইকেট। দুই উইকেট পান শ্রীবর্ধন। ব্যাটে বলে অলরাউন্ড পারফর্মেন্স প্রদর্শন করে ম্যাচসেরার পুরস্কার জিতেন শ্রীবর্ধন। গত জুনে এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এরপর আয়ারল্যান্ডকে তাদের মাটিতেই সিরিজ হারায় সালমা খাতুনের দল। জুলাইয়ে হল্যান্ডে দাপুটে ক্রিকেট খেলে বাছাইপর্বের সবগুলো ম্যাচ জিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের মেয়েরা। বিশ্বকাপের মূলপর্বে খেলতে ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে বেশ আগে-ভাগেই দ্বীপপুঞ্জে পা রেখেছিল টাইগ্রেসরা। প্রত্যাশা ছিল গ্রুপপর্বে ভাল করবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। কিন্তু টানা তিন হারে ব্যাকফুটে সালমা-জাহানারা-রুমানারা। গ্রুপপর্বে বাংলাদেশের আরেকটি ম্যাচ বাকি। ১৮ নবেম্বর গ্রুপপর্বের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। তবে শ্রীলঙ্কার বিপক্ষে এমন পরাজয়ে হতাশ জাহানারা আলম। এমন পারফর্মেন্সে অবাক এই প্রমীলা ক্রিকেটার ম্যাচের শেষে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘পরে ব্যাট করে এই রান তোলাটা খুব কঠিন কাজ নয়। কিন্তু আমি জানি না, আমাদের কি হয়েছিল। আমাদের এমন পারফর্মেন্সে আমি সত্যিই হতাশ। তবে আমি এখনও আশাবাদী। পরবর্তী ম্যাচে ব্যাট হাতে ভাল করার ব্যাপারে আমরা যথেষ্ট আত্মবিশ্বাসী।’ জাহানারা আলম এ সময় আরও বলেন, ‘খুব ভাল প্রস্তুতি নিয়েই আমি গায়ানাতে এসেছিলাম। গ্রেনাডাতে আমাদের অনুশীলন করার সুযোগ-সুবিধাও খুব ভাল ছিল। এখানে আমরা সাতদিনেরও বেশি ছিলাম এবং অনুর্ধ-১৭ বালক ও বালিকাদের সঙ্গে তিনটি প্রস্তুতি ম্যাচেও অংশ নিয়েছি। এমনকি প্রস্তুতি ম্যাচেও আমি ভাল করেছি। যে কারণেই এবারের টি২০ বিশ্বকাপে আমার লক্ষ্য অনেক বড় ছিল। কিন্তু তা হয়নি। এক ম্যাচ হাতে রেখে এখন বলতেও পারছি না যে কি ঘটতে যাচ্ছে। কিন্তু পরবর্তী ম্যাচে ব্যাট হাতে নিঃসন্দেহে আমার সেরাটা ঢেলে দেয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামব।’ এদিকে বাংলাদেশকে হারিয়ে উচ্ছ্বসিত লঙ্কান শিবির। নিজেদের পারফর্মেন্সে সন্তুষ্ট দেশটির অধিনায়ক চামারি আতাপাত্তু। এ প্রসঙ্গে ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল ১২০ রান করা। কিন্তু দুর্ভাগ্যক্রমে তা হয়নি। প্রথমদিকে কয়েকটি উইকেট হারিয়ে ফেলার পর লক্ষ্য ছিল ১০০ থেকে ১১০। কিন্তু শেষ পর্যন্ত আমরা ৯৭ রানেই থেমে যাই। তবে আমাদের বোলারদের ওপর বিশ্বাস ছিল আমার। কেননা দুর্দান্ত বোলিং এ্যাটাক আমাদের।’
×