ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

১৫ আসামির মৃত্যুদন্ড বহাল রেখে রায়ে হাইকোর্টের দুই বিচারপতির সই

প্রকাশিত: ০৮:০৫, ১৬ নভেম্বর ২০১৮

১৫ আসামির মৃত্যুদন্ড বহাল রেখে রায়ে হাইকোর্টের দুই বিচারপতির সই

স্টাফ রিপোর্টার ॥ নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলায় ১৫ আসামির মৃত্যুদন্ড বহাল রেখে আদালতের রায়ে স্বাক্ষর করেছেন হাইকোর্ট বিভাগের দুই বিচারপতি। এখন রায়টি প্রকাশের প্রস্তুতি নিচ্ছে সুপ্রীমকোর্ট প্রশাসন। বৃহস্পতিবার বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলাম রায়ে স্বাক্ষর করেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আদালতের ডিএজি জাহিদ সরোয়ার কাজল। গত বছরের ২২ আগষ্ট কাউন্সিলর নূর হোসেন, র‌্যাব-১১’র সাবেক অধিনায়ক তারেক সাঈদ মোহাম্মদ, র‌্যাব কর্মকর্তা আরিফ হোসেন, মাসুদ রানাসহ ১৫ জনের মৃত্যুদন্ড বহাল রেখে রায় ঘোষণা করা হয়। আদালত সূত্রে জানা গেছে, প্রায় সাড়ে ৮শ’ পৃষ্ঠার রায় হয়েছে। আদালত রায়ে যাদেরকে মৃত্যুদন্ড দেন তারা হলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেন, র‌্যাব-১১’র সাবেক অধিনায়ক লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, র‌্যাবের ক্যাম্প কমান্ডার মেজর আরিফ হোসেন, র‌্যাবের ক্যাম্প কমান্ডার লে. কমান্ডার মাসুদ রানা, হাবিলদার এমদাদুল হক, আরওজি-১ আরিফ হোসেন, ল্যান্স নায়েক হীরা মিয়া, ল্যান্স নায়েক বেলাল হোসেন, সিপাহী আবু তৈয়ব, কনস্টেবল মোঃ শিহাব উদ্দিন, উপ-পরিদর্শক (এসআই) পুর্নেন্দু বালা, সৈনিক আব্দুল আলীম, সৈনিক মহিউদ্দিন মুন্সী, সৈনিক তাজুল ইসলাম ও সৈনিক আল আমিন। মৃত্যুদন্ডের সাজা কমে যাদের যাবজ্জীবন হয়েছে তারা হলেন সৈনিক আসাদুজ্জামান নূর, সার্জেন্ট এনামুল কবীর, নূর হোসেনের সহযোগী মুর্তুজা জামান চার্চিল, আলী মোহাম্মদ, মিজানুর রহমান দিপু ওরফে মিজান, মোঃ রহম আলী, মোঃ আবুল বাসার, সেলিম, মোঃ সানাউল্লাহ ওরফে সানা, ম্যানেজার শাহজাহান ও জামাল উদ্দিন।
×