ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

তৃতীয় দিনেও জমজমাট আয়কর মেলা

প্রকাশিত: ০৮:১৩, ১৬ নভেম্বর ২০১৮

তৃতীয় দিনেও জমজমাট  আয়কর মেলা

অর্থনৈতিক রিপোর্টার ॥ শিক্ষার্থীদের মধ্যে কর সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এবার আয়কর মেলার কর শিক্ষণ ফোরামে অংশ নিয়েছে বুয়েটের শিক্ষার্থীরা। মেলা প্রাঙ্গণে আসতে করদাতাদের যাতায়াতের জন্য শাটল বাস সার্ভিস চালু, আয়কর রিটার্ন দাখিল, ইটিআইএন নম্বর দেয়াসহ মেলায় করদাতাদের বিভিন্নভাবে ১৫ ধরনের সেবা দেয়া হচ্ছে। উৎসবমুখর পরিবেশে তৃতীয় দিনেও জমজমাট ছিল আয়কর মেলা। এদিন সারাদেশে আয়কর আদায় হয়েছে ২৪৪ কোটি ৮২ লাখ ২৬৯ হাজার ৮৩৩ টাকা। রিটার্ন দাখিল করেছে ৭৪ হাজার ৪৭ জন। নতুন ইটিআইএন নিয়েছে ৬ হাজার ১৫৬ জন। এছাড়া সেবা নিয়েছে ২ লাখ ৬১ হাজার ৪৫৫ জন নাগরিক। কর আদায়ের প্রবৃদ্ধি ৫৪ শতাংশের উপরে। এদিকে কোন রকম ঝুট ঝামেলা ছাড়া কর প্রদানের সুযোগ পাওয়ায় খুশি করদাতারা। ঢাকার বিভিন্ন স্থান থেকে বেইলি রোডের অফিসার্স ক্লাবের আয়কর মেলায় ছুটে আসছে সাধারণ জনগণ। অনেকে রিটার্ন ফরম পূরণ কিংবা ইটিআইএন না নিলেও কর মেলা দেখতে এসেছেন। আবার অনেকে প্রথমবারের মতো এলেন আয়কর মেলায়। তৃতীয় দিনে দেশের ৮টি বিভাগ, ৫১টি জেলা এবং ১৮টি উপজেলাসহ মোট ৭৭টি স্পটে আয়কর মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলার তৃতীয় দিন করদাতা ও সেবাগ্রহীতাদের পদচারণায় মুখরিত ছিল আয়কর মেলা। মেলার তৃতীয় দিন সারাদেশে করদাতারা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কর প্রদান ও সেবা গ্রহণ করেছেন। বিশেষ করে তরুণ করদাতা, নারী করদাতা, ই-ফাইলিং এবং ই-পেমেন্ট বুথে সম্মানিত করদাতাদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
×