ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রুনির বিদায়ী ম্যাচে ইংল্যান্ডের জয়

প্রকাশিত: ১৭:৫১, ১৬ নভেম্বর ২০১৮

রুনির বিদায়ী ম্যাচে ইংল্যান্ডের জয়

অনলাইন ডেস্ক ॥ ইংল্যান্ডের হয়ে শেষ বারের মতো খেলতে নামলেন দেশটির সর্বোচ্চ গোলদাতা ওয়েইন রুনি। বিদায়ী ম্যাচে গোলের দেখা পাননি তারকা এই ফরোয়ার্ড। তবে যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দিয়ে তার শেষটা রাঙিয়েছেন সতীর্থরা। ইংল্যান্ডের ঐতিহ্যবাহী স্টেডিয়াম ওয়েম্বলিতে বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রকে ৩-০ গোলে হারায় গ্যারেথ সাউথগেটের দল। ম্যাচের ২৫তম মিনিটে জেসে লিনগার্ড বাঁকানো শটে দলকে এগিয়ে নেওয়ার দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ট্রেন্ট আলেক্সান্ডার-আরনল্ড। ৫৮তম মিনিটে লিনগার্ডের বদলি নামেন ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৫৩ গোল করা রুনি। ৭৭তম মিনিটে ফাবিয়ান ডেলফের বাড়ানো বল দারুণ ভলিতে জালে পৌঁছে ইংল্যান্ডের জয় অনেকটাই নিশ্চিত করে দেন ক্যালাম উইলসন। জাতীয় দলের হয়ে অভিষেকেই গোল পেলেন ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড। ২০০৩ সালের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে জাতীয় দলের হয়ে অভিষেক হয় রুনির। ২০১৫ সালে ববি চার্লটনকে (৪৯ গোল) পেছনে ফেলে ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা হন এই ফরোয়ার্ড। এর আগে রুনি সর্বশেষ ইংল্যান্ডের জার্সিতে খেলেছিলেন ২০১৬ সালের নবেম্বরে। ওই ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছিল তারা। ২০১৭ সালে জাতীয় দলকে বিদায় বলে দিলেও চলতি নভেম্বরের শুরুর দিকে ইংল্যান্ডের হয়ে শেষ ম্যাচ খেলার ব্যাপারে সম্মত হন রুনি। মূলত নিজের নামে প্রতিষ্ঠিত চ্যারিটি ফাউন্ডেশনের জন্য তিনি খেলতে রাজি হওয়ায় প্রীতি ম্যাচটির নাম হয়েছিল ‘দ্যা ওয়েইন রুনি ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল’।
×