ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাশিয়াকে সহজেই হারাল জার্মানি

প্রকাশিত: ১৭:৫৪, ১৬ নভেম্বর ২০১৮

রাশিয়াকে সহজেই হারাল জার্মানি

অনলাইন ডেস্ক ॥ প্রথমার্ধে তিন গোল করে ম্যাচের লাগাম মুঠোয় নেয় জার্মানি। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়াতে না পারলেও জাল অক্ষত রেখে রাশিয়াকে সহজে হারায় ইওয়াখিম লুভের দল। বৃহস্পতিবার রাতে প্রীতি ম্যাচে ৩-০ গোলে জেতে জার্মানি। গোল করেন লেরয় সানে, নিকোলাস জুলে ও সের্জ নাব্রি। রেড বুল অ্যারেনায় এগিয়ে যেতে মাত্র সাত মিনিট সময় নেয় জার্মানি। জসুয়া কিমিচের বাড়ানো বল ধরে ডান দিক থেকে নাব্রি আড়াআড়ি পাস দেন সানেকে। ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড অনায়াসে লক্ষ্যভেদ করেন। জাতীয় দলের হয়ে এই প্রথম গোল পেলেন ২২ বছর বয়সী এই ফরোয়ার্ড। রক্ষণে চাপ ধরে রেখে ২৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে জার্মানি। কিমিচের কর্নারে আন্টোনিও রুডিগার মাথা ছোঁয়ানোর পর গোলমুখে বল পেয়ে কোনাকুনি শটে জাল খুঁজে নেন বায়ার্ন মিউনিখের ডিফেন্ডার জুলে। ৪০তম মিনিটে চালকের আসনে বসে জার্মানরা। কাই হাভার্টসের রক্ষণ চেরা পাস নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন নাব্রি। টানা দুই হারের পর জয় নিয়ে মাঠ ছাড়ে ২০১৪ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা।
×