ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

স্পেনের বিপক্ষে ক্রোয়েশিয়ার রুদ্ধশ্বাস জয়

প্রকাশিত: ১৮:২০, ১৬ নভেম্বর ২০১৮

স্পেনের বিপক্ষে ক্রোয়েশিয়ার রুদ্ধশ্বাস জয়

অনলাইন ডেস্ক ॥ বৃহস্পতিবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বের খেলায় মুখোমুখি হয় স্পেন ও ক্রোয়েশিয়া। নির্ধারিত সময়ের খেলা শেষ। ম্যাচ তখনো ২-২ গোলের সমতায়। অতিরিক্ত সময়েও কোন পক্ষ গোলের দেখা পাচ্ছিল না। ম্যাচের মাত্র কয়েক সেকেন্ড বাকী। এসময় ম্যাচে নিজের দ্বিতীয় গোল করে ক্রোয়েশিয়াকে ৩-২ গোলের জয় এনে দেন টিন জেভাজ। অবশ্য রুদ্ধশ্বাস এই ম্যাচটি হেরেও ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলের শীর্ষে আছে স্প্যানিয়ার্ডরা। ক্রোয়েটরা অবশ্য টেবিলের তলানিতে। তাদের পয়েন্ট ৪। এদিন ক্রোয়েশিয়ার রাজধানী জাগরেবে ম্যাচ জুড়েই আধিপত্য চালায় স্পেন। কিন্তু পাল্টা আক্রমণে প্রতিপক্ষের রক্ষণকেও ব্যতিব্যস্ত করে রাখে স্বাগতিকরা। ম্যাচের মাত্র ৩৩ ভাগ সময় বল দখলে রাখতে পেরেছিল ক্রোয়েটরা। ম্যাচের শুরু থেকে আক্রমণ পাল্টা আক্রমণে খেলা চলতে থাকলেও প্রথমার্ধে গোল পায়নি কোন দলই। যদিও ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যেত পারতো ক্রোয়েশিয়া। কিন্তু ইভান পেরিসিচের শটটি ঠেকিয়ে দেন দাভিদ ডি গিয়া। প্রথমার্ধের শেষ মিনিটে প্রতিপক্ষের গোলমুখে প্রথম শটটি নিতে পারে স্পেন। ইসকোর করা শট কর্নারের বিনিময়ে ঠেকান গোলরক্ষক লোভরে কালিনিচ। দ্বিতীয়ার্ধে ফিরেই অবশ্য গোলের দেখা পায় স্বাগতিকরা। ম্যাচের ৫৪ মিনিটে দলের হয়ে প্রথম গোল করেন আন্দ্রে ক্র্যামারিচ। অবশ্য বলতে গেলে নিজেদের ভুলেই প্রথম গোলটি হজম করে স্পেন। স্প্যানিশ ডিফেন্ডার রবার্তোর ভুলে বল পেয়ে যান পেরিসিচ। আর বলা পেয়ে তা বাড়িয়ে দেন ক্র্যামারিচকে। অবশ্য সমতায় ফিরতে স্পেনও বেশি সময় নেয়নি। ম্যাচের ৫৬ মিনিটে অতিথিদের সমতায় ফেরান ড্যানি সেবাল্লোস। কিন্তু ৬৯ মিনিটে টিন জেভাজের গোলে আবার এগিয়ে যায় ক্রোয়েশিয়া। সেটিও শোধ করে স্পেন। ৭৮ মিনিটে পেনাল্টি পেয়ে স্পটকিক থেকে গোল করে দলকে সমতায় ফেরান সার্জিও রামোস। এরপর ২-২ গোলের সমতায়ই শেষ হতে যাচ্ছিল ম্যাচ। কিন্তু শেষ কয়েক মিনিটে অতিথিদের ওপর চেপে বসে ক্রোয়েশিয়া। এ সময় দুইবার দলকে রক্ষাও করেন স্প্যানিশ গোলকিপার ডি গিয়া। কিন্তু তৃতীয়বারের সময় ব্যর্থ হন তিনি। ম্যাচে নিজের জোড়া গোল করে দলকে ৩-২ গোলের জয় এনে দেন জেভাজ।
×