ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ক্যালিফোর্নিয়ার দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ৬৩, নিখোঁজ ছয় শতাধিক

প্রকাশিত: ১৮:৫১, ১৬ নভেম্বর ২০১৮

ক্যালিফোর্নিয়ার দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ৬৩, নিখোঁজ ছয় শতাধিক

অনলাইন ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানলের ঘটনায় আরও সাতটি মৃতদেহ উদ্ধার হয়েছে। এর মধ্য দিয়ে দাবানলে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৬৩-তে। এখনও নিখোঁজ রয়েছে ৬০০রও বেশি মানুষ। স্থানীয় কর্তৃপক্ষকে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ পরিসংখ্যান জানিয়েছে। আটদিন আগে শুরু হয় ক্যাম্প ফায়ারের দাবানল। এরইমধ্যে তা ক্যালিফোর্নিয়ার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ও ধ্বংসাত্মক দাবানলে পরিণত হয়েছে। ঘণ্টায় ৫৬ কিলোমিটার বেগে আগুন অগ্রসর হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে,ঝড়ো বাতাসে উপকূলীয় এলাকাগুলোতে আগুন ছড়িয়ে পড়তে পারে। দাবানলের কারণে পাহাড়ি এলাকা প্যারাডাইজে পুড়ে গেছে ১২ হাজার ঘরবাড়ি,ব্যবসাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা। আগুন নেভাতে কাজ করছে প্রায় ৯ হাজার ৪শ দমকলকর্মী। ক্যালিফোর্নিয়ার দমকলবিভাগের দাবি, তারা এরইমধ্যে ৪০ শতাংশ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় কর্তৃপক্ষ, জানিয়েছে, এখনও ৬৩১ জন মানুষ নিখোঁজ রয়েছে। নিখোঁজদের নতুন এ সংখ্যা পূর্ববর্তী হিসাবের তুলনায় দ্বিগুণ। বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, পরিস্থিতি পর্যবেক্ষণে শনিবার ক্যালিফোর্নিয়া সফরে যাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলবেন তিনি।
×