ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

৩০ পুলিশকে হত্যা করল আফগান তালেবান

প্রকাশিত: ১৮:৫২, ১৬ নভেম্বর ২০১৮

৩০ পুলিশকে হত্যা করল আফগান তালেবান

অনলাইন ডেস্ক ॥ আফগানিস্তানে তৎপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠী তালেবান অন্তত ৩০ পুলিশকে হত্যা করেছে। ইরান সীমান্তবর্তী আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। প্রাদেশিক পরিষদের সদস্য দাদুল্লাহ কানির তথ্য অনুসারে, খাকি সফেদ এলাকার একটি ক্যাম্পে তালেবানরা হামলা চালিয়ে এসব পুলিশকে হত্যা করে। বুধবার শেষ রাত থেকে শুরু করে প্রায় চার ঘণ্টা ওই সংঘর্ষ চলে। তালেবান এ হামলার দায়িত্ব স্বীকার করেছে। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ বলেছেন, সংঘর্ষে ৩০ জনের বেশি পুলিশ সদস্য মারা গেছে এবং সেখানে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। আফগান সংসদ সদস্য সামিউল সামিম জনিয়েছেন, সংঘর্ষে জেলার পুলিশ প্রধান আবদুল জব্বার মারা গেছেন। সংঘর্ষের পর আফগান সামরিক বাহিনী ওই এলাকায় বিমান হামলা চালায় এবং এতে ১৭ তালেবান নিহত হয়। তালেবান বলেছে, তারা ৩৫ জন পুলিশ হত্যা এবং দুজনকে আটক করেছে। এছাড়া, কয়েকটি গাড়ি ধ্বংস ও বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ দখল করেছে।
×