ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হায়দ্রাবাদই রেখে দিল সাকিবকে

প্রকাশিত: ১৮:৫৪, ১৬ নভেম্বর ২০১৮

হায়দ্রাবাদই  রেখে দিল সাকিবকে

অনলাইন ডেস্ক ॥ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে(আইপিএল) হায়দ্রাবাদের জার্সিতে নিজের প্রথম মৌসুমেই মাতিয়ে দিয়েছেন বাংলাদেশি তারকা সাকিব আল হাসান। তার দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার স্বরুপ তাকে দ্বিতীয় মৌসুমেও রেখে দিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। আইপিএলের আগামী আসরের নিলাম শুরু হবে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে।ওয়ানডে বিশ্বকাপের কারণে ১০ দিন এগিয়ে আনা হতে পারে এবারের সূচি। তবে আপাতত দৃষ্টি সবার নিলামে। প্রতিবারের ন্যায় এবারও আনুষ্ঠানিক নিলামের আগেই নিজেদের দল গুছিয়ে নিয়েছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। সেখানে রিটেইন খেলোয়াড় হিসেবে সাকিব আল হাসানকে এবারও রেখে দিয়েছে হায়দ্রবাদ। ইন্ডিয়ান এই লিগটিতে নিজের প্রথম সাত বছর কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেনন সাকিব। গত মৌসুমে কলকাতা তাকে ছেড়ে দিলে, ২ কোটি রুপিতে তাকে দলে নেয় হায়দ্রাবাদ। আর অরেঞ্জ আর্মিদের জার্সিতে প্রথম মৌসুমে দারুণ পারফর্ম করেন সাকিব। গত আসরে রানার্সআপ হওয়া হায়দ্রাবাদের হয়ে সাকিব বল হাতে ১৪ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে নিয়েছিলেন ২৩৯ রান। সাকিব ছাড়া অজি তারকা ডেভিড ওয়ার্নারকেও ধরে রেখেছে হায়দ্রাবাদ।গত মৌসুমে বল বিকৃতির কারণে নিষিদ্ধ থাকায় খেলতে পারেননি এই তারকা।
×