ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আইপিএলের কোন দল কোন খেলোয়াড়কে ছেড়েছে

প্রকাশিত: ২১:৪২, ১৬ নভেম্বর ২০১৮

আইপিএলের কোন দল কোন খেলোয়াড়কে ছেড়েছে

অনলাইন ডেস্ক ॥ হাতে আর মাত্র কয়েক মাস।ফের শুরু হবে আইপিএল। খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত তাই নিয়ে ফেলল দলগুলি। কেউ বা ধরে রাখল তাদের পছন্দের খেলোয়াড়, আবার কেউ ছেঁটে ফেলল অপছন্দের নাম। নতুন কোন খেলোয়াড়ের ভাগ্যেই বা আইপিএল শিকে ছিঁড়ল, আর কে কে ছিটকে গেলেন দল থেকে, জানেন? রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: অস্ট্রেলীয় মার্কাস স্টোইনিস এ বার সুযোগ পেলেন বেঙ্গালুরুতে।টি-২০ ঘরানায় ইতিমধ্যেই নজর কেড়েছেন তিনি। তবে বেশ কয়েক জন ক্রিকেটারকে এ বার ছেঁটেও ফেলেছে বেঙ্গালুরু।সেই তালিকায় নাম রয়েছে মনদীপ সিং, ব্রেন্ডন ম্যাকালাম, কোরি অ্যান্ডারসন, সরফরাজ খান, কুইন্টন ডি কক ও ক্রিস ওকসের। মুম্বাই ইন্ডিয়ান্স: বেঙ্গালুরু ছেঁটে ফেললেও উইকেট কিপার-ব্যাটসম্যান কুইন্টন ডি ককের জন্য নিজেদের দরজা খুলে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। তবে বাদ গেলেন অনেকেই। মুস্তাফিজুর রহমান, প্যাট কামিন্স, আকিলা ধনঞ্জয়,জেপি দুমিনি, সৌরভ তিওয়াড়ি, তেজিন্দর সিংহ, মহসিন খান, প্রদীপ সাঙ্গওয়ান, সরদ লুম্বারা আর দলে থাকছেন না। দিল্লী ডেয়ারডেভিলস: শিখর ধওনকে নেওয়া দিল্লীর নয়া চ্যালেঞ্জ। তাঁর উপর ভর করেই ব্যাটিং মজবুত করতে চায় তারা। তবে বাদ গিয়েছেন গৌতম গম্ভীর ও মোহাম্মদ শামি। অন্য ছেঁটে ফেলা খোলোয়াড়রা হলেন জেসন, গুরকিরাত সিংহ, ম্যাক্সওয়েল,ড্যান ক্রিশ্চিয়ান, বিজয় শঙ্কর, অভিষেক শর্মা, শাহবাজ নাদিম, সায়ন ঘোষ,প্লাঙ্কেট, ডালা ও নমন ওঝা। সানরাইজার্স হায়দ্রারাবাদ: অভিষেক শর্মা, শাহবাজ নাদিম ও বিজয় শঙ্করের এ বার নয়া ঠিকানা সানরাইজার্স হায়দ্রারাবাদ। বাদ পড়ায় তালিকায় রয়েছেন আরও এক বড় নাম, ঋদ্ধিমান সাহা! আরও বাদ পড়েছেন সচিন বেবি, তন্ময় অগ্রবাল, ক্রিস জর্ডন, কার্লোস ব্রেথওয়েট, অ্যালেক্স হেলস, বিপুল শর্মা, মেহদি হাসান। চেন্নাই সুপার কিংস: আগত আইপিএলে দলে খুব বেশি পরিবর্তন আনেনি এই দল। এখনও পর্যন্ত নতুন করে কোনও খেলোয়াড়ের প্রবেশ ঘটেনি। বাদ গিয়েছেন মার্ক উড, কণিষ্ক শেঠ ও ক্ষিতীশ শর্মা। আসলে গত বার খেলোয়াড়দের পারফর্ম্যান্সে যথেষ্ট খুশি ফ্রাঞ্চাইজি। গত বারের বিজয়ী দল চেন্নাই আসলে ভাঙতে চাইছে না তাদের উইনিং কম্বিনেশন। কিংস ইলেভন পঞ্জাব: মনদীপ সিংহ এই দলের নয়া সদস্য। মনদীপকে দলে নিলেও ফ্যাঞ্চাইজি বাদ দিল বহু খেলোয়াড়কে। মার্কাস স্টোইনিস, মনোজ তিওয়াড়ি ছাড়াও বাদ পড়েছেন যুবরাজ সিংহ। অন্য বাদ পড়া খেলোয়াড়রা হলেন অক্ষর পটেল, অ্যারন ফিঞ্চ, মোহিত শর্মা, বরিন্দর স্রান, ডোয়ারসুইস, আকাশদীপ নাথ, প্রদীপ সাহু, মায়াঙ্ক ডগর, মনোজ দার। রাজস্থান রয়্যালস: নতুন করে এখনও পর্যন্ত দলে কাউকে নেয়নি রাজস্থান। বরং পুরনোদের নিয়েই দলকে ঢেলে সাজাতে চেয়েছে। কিন্তু ফ্র্যাঞ্চাইজির নতুন পরিকল্পনা অনুযায়ী বাদ পড়েছেন জয়দেব উনাদকট, অনুরীত সিংহ, অঙ্কিত শর্মা, যতীন সাক্সেনা, ডিআর্কি শর্ট, বেন লাফলিং। কলকাতা নাইটরাইডার্স: কলকাতাও এখনও পর্যন্ত নতুন করে কাউকে সই করায়নি। তবে নয়া সদস্য না নিলেও দল থেকে ছেঁটে ফেলা হয়েছে একঝাঁক খেলোয়াড়কে। বাদ পড়েছেন মিচেল স্টার্ক, মিচেল জনসন, টম কুরান, ক্যামেরন ডেলপোর্ট, জেভন সার্লেস, ঈশাঙ্ক জাগ্গি, অপূর্ব ওয়াংখেড়ে, বিনয় কুমাররা। গ্রাফিক: শৌভিক দেবনাথ ও তিয়াসা দাস। সূত্র : বিবিসি বাংলা আনন্দবাজার পত্রিকা
×