ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নরসিংদীতে দুই দল গ্রামবাসির মধ্যে সংঘর্ষে নিহত ১, আহত ১০

প্রকাশিত: ২২:২৭, ১৬ নভেম্বর ২০১৮

নরসিংদীতে দুই দল গ্রামবাসির মধ্যে সংঘর্ষে নিহত ১, আহত ১০

স্টাফ রিপোর্টার, নরসিংদী ॥ এলাকার আধিপত্য বিস্তার নিয়ে দু দল গ্রাম বাসির মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে তোফায়েল হোসেন (১৮)নামে এক যুবক ঘটনাস্থলে নিহত এবং টেটা ও গুলি বিদ্ধ হয়ে ১০ জন আহত হয়েছে। রায়পুরা উপজেলার দুর্গম চর এলাকা বাশগাড়ি গ্রামে বৃহস্পতিবার দিবাগত রাত ১২ থেকে আজ শুক্রবার সকাল ৬টা পর্যন্ত থেমে থেমে চলা সংঘর্ষে এ ঘটনা ঘটে। জানাগেছে ওই গ্রামের সাহেদ সরকার গ্র“প ও সিরাজুল ইসলাম গ্র“পের মধ্যে এলাকার আধিপত্য নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ, মামলা পাল্টা মামলার ঘটনা ঘটে আসছি। এরই জের হিসেবে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলাকালে ধাওয়া পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরন, বন্দুক ও টেটাযুদ্ধ সংঘটিত হয়। এতে বাশগাড়ি গ্রামের আব্দুল্লাহ ফকিরের পুত্র তোফায়েল হোসেন (১৮) মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। সে বাশগাড়ি উচ্চবিদ্যালয়ের এস এসসি পরীক্ষার্থী। শুক্রবার সকালে গ্রামের হাজী বাড়ির সন্নিকটে রাস্তায় পড়ে থাকতে দেখে তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে এলাকাবাসি। এ ঘটনায় গুলিবিদ্ধ অপর আহত একই গ্রামের মামুন(২৫), সুমন (২৬) ও পার্শ্ববর্তি মির্জানগর গ্রামের সুজন (২৬) কে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করার পর অবস্থার অবনতি ঘটলে গুরুতর আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয় এবং টেটাবিদ্ধ একই গ্রামের রফিকুল ইসলাম(৩৫) কে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে । অপর আহতরা বিভিন্ন ক্লিনিকে ভর্তি হয়েছে। রায়পুরা থানার ওসি মো: মহসিন জানান, পূর্বশক্রুতার জের হিসেবে দু দল গ্রামবাসির মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার সময় এ হতাহতের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে
×