ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বরিশালের ছয় রুটে বাস চলাচল বন্ধ

প্রকাশিত: ২৩:১৮, ১৬ নভেম্বর ২০১৮

বরিশালের ছয় রুটে বাস চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ দুই বাস মালিক সমিতির দ্বন্দের জেরধরে দক্ষিণাঞ্চলের ছয়টি রুটের বাস চলাচল বন্ধ হয়ে গেছে। আজ শুক্রবার সকাল থেকে বরিশালের কোনো বাস ঝালকাঠির সীমানায় ঢুকতে দিচ্ছে না ঝালকাঠির মালিক সমিতির নেতৃবৃন্দরা। দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা বাসগুলো ঝালকাঠির কালিজিরা এলাকার অস্থায়ী বাসস্ট্যান্ডে থামিয়ে দেয়া হলে চরম ভোগান্তিতে পড়ে বরিশাল- খুলনা মহাসড়ক দিয়ে যাতায়াতকারী যাত্রীরা। ঝালকাঠি বাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন আহম্মেদ জানান, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, কুয়াকাটা, পিরোজপুর ও বাগেরহাট সড়কে দীর্ঘদিন যাবত ন্যায্য হিস্যার দাবি জানিয়ে আসছে ঝালকাঠি বাস-মিনিবাস মালিক সমিতি। এবিষয়ে বরিশাল মালিক সমিতির সঙ্গে দ্বন্দের সৃষ্টি হলে বিভাগীয় কমিশনারের মধ্যস্থতায় তা নিরসন হয়। কিন্তু বরিশাল মালিক সমিতি কিছুদিন পরই পূর্বের সিদ্ধান্ত থেকে সরে আসে। এমনকি ঝালকাঠি মালিক সমিতির গাড়ীতে যাত্রী উঠতে না দেয়া ও বরিশাল ছয়টি রুটে ট্রিপ দিতে বাধা দেওয়ায় ঝালকাঠি বাস ও মিনিবাস মালিক সমিতি এবং আন্তঃজেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা বরিশালের সঙ্গে ঝালকাঠির সীমানা দিয়ে চলাচলকারী ছয়টি রুটে সরাসরি বাস চলাচল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
×