ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভালুকায় প্রধান শিক্ষিকার হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা

প্রকাশিত: ০০:২২, ১৬ নভেম্বর ২০১৮

ভালুকায় প্রধান শিক্ষিকার হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা

নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ ॥ ভালুকা উপজেলার হালিমুননেছা চৌধুরাণী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আনোয়ারা নীনার হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেয়েছে উক্ত বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী তানিয়া আক্তার (১৩)। সে উপজেলার ধামশুর গ্রামের শাহজাহান মিয়ার মেয়ে। সূত্রে জানা যায়, আজ শুক্রবার ওই শিক্ষার্থীর বিয়ের তারিখ ঠিক করা হয়েছিল। পরে বিদ্যালয় এলাকার লোকমুখে খবর পেয়ে ওই শিক্ষার্থীর বাড়িতে যায় স্কুলের প্রধান শিক্ষিকা আনোয়ারা নীনা। পরে ময়েটির মা-বাবাকে বিয়ে দেওয়ার কারণ জানতে চাইলে এক পর্যায়ে লেখা পড়া করার খরচ বহন করতে কষ্ট হচ্ছে বলে বিয়ে দিয়ে দিচ্ছে জানান। পরে ওই শিক্ষিকা মেয়েটির পড়াশুনা সহ সকল খরচ বহন করবে বলে কথা দেন মেয়ের পরিবারকে। তারপরও যেন মেয়েটিকে বিয়ে দেওয়া না হয় সেজন্য অনুরোধ জানান মেয়ের মা-বাবকে। হালিমুননেছা চৌধুরাণী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আনোয়ারা নীনা জানান, ডিজিটাল যুগটাকে যদি এখনো অভিভাবক গণ প্রাচীন রোম ভাবে তবে এটা মোটেও ঠিক হবে না। আমি ব্যাক্তিগত ভাবে মেয়েটির সকল খবর বহন করবো বলে কথা দিয়েছি।
×