ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক আহত

প্রকাশিত: ০০:২২, ১৬ নভেম্বর ২০১৮

দিনাজপুরে সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক আহত

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দু’পক্ষের জমিজমা নিয়ে সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে একদল দুর্বৃত্তের লাঠির আঘাতে মারাত্বকভাবে আহত হয়েছেন দিনাজপুরের এস.এ-টিভির ক্যামেরাম্যান গোলাম মোস্তফা। আহত অবস্থায় তাকে দিনাজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা। এলাকাবাসী জানায়, আজ শুক্রবার সকাল ১১টার সময় দিনাজপুরের বিরল উপজেলার মাঝাডাঙ্গা এলাকায় মানিক, শাজাহান, হাবুলের নেতৃত্বে একদল সন্ত্রাসী ওই এলাকার মাসুদ রানায় পৈত্রিক জমি দখল করতে যায়। এসময় এস.এ-টিভি’র ক্যামেরাম্যান সেই খবর সংগ্রহ করতে গেলে মানিকের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাকে লাঠি দিয়ে আক্রমন করে তার ক্যামেরাটি ভেঙ্গে দেয়। এসময় সন্ত্রাসীরা তাকে বেদম মেরে মাথা ফাটিয়ে দেয়। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় দিনাজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তার মাথায় ১৬টি সেলাই করে বলে জানান। এ বিষয়ে বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম গোলাম রসুল জানান, ঘটনাস্থলে তাৎক্ষনিকভাবে পুলিশ পাঠানো হয়। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে আহত ক্যামেরাম্যানকে দেখতে হাসপাতালে ছুটে যান জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি ও দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বক্সী বাচ্চু।
×