ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বীরগঞ্জে সন্ত্রাস ও নাশকতা পরিকল্পনার অপরাধে গ্রেফতার ৭

প্রকাশিত: ০৩:২৭, ১৬ নভেম্বর ২০১৮

বীরগঞ্জে সন্ত্রাস ও নাশকতা পরিকল্পনার অপরাধে  গ্রেফতার ৭

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরের বীরগঞ্জে সন্ত্রাস ও নাশকতা পরিকল্পনা করার অপরাধে প্রধান শিক্ষকসহ ৭জনকে গ্রেফতার করে জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। বীরগঞ্জ থানা সুত্র জানায়, আজ শুক্রবার ভোর ৫টায় বীরগঞ্জের উত্তরে দক্ষিন ফরিদপুর গ্রামে অভিযান চালিয়ে আব্দুল মজিদের ছেলে পুলহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল (৪৮), অফিজ উদ্দিনের ছেলে মুকুল (৪৮), জয়নালের ছেলে, ইমান আলী (৫৩), আনছার আলীর ছেলে, আবেদুর (২৬), ফরিদের ছেলে, ইব্রাহিম (৪৫). সিরাজুল (৪৮) ও ফারুক হোসেনের ছেলে, সিরাজুল (২৮)কে গ্রেফতার করা হয়। বীরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ সাকিলা পারভীন সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য, এর আগে (১০ অক্টোবর) দুপুরে বীরগঞ্জ সরকারী কলেজের পাশে বিএনপি নেতা তানভীর চৌধুরীর বাড়ীতে নাশকতার পরিকল্পনা করার সময় ৫০০ গ্রাম গান পাউডার ও ৬টি তাজা ককটেলসহ ৭ জনকে গ্রেফতার করা হয়। তাদের ভাষ্য মোতাবেক সংশ্লিষ্টার ভিত্তিতে বাকিদের গ্রেফতার করা হয়েছে।
×