ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রিয়াদ আহসান রনির নতুন বিজ্ঞাপনে শিশির-প্রকৃতি

প্রকাশিত: ০৪:২৯, ১৭ নভেম্বর ২০১৮

 রিয়াদ আহসান রনির  নতুন বিজ্ঞাপনে  শিশির-প্রকৃতি

স্টাফ রিপোর্টার ॥ সম্প্রতি সচেতনতামূলক নতুন একটি বিজ্ঞাপন নির্মাণ করলেন জনপ্রিয় তরুণ নির্মাতা রিয়াদ আহসান রনি। মানিকগঞ্জের সিঙ্গাইরে বিজ্ঞাপনটির শূটিং শেষ হয়েছে। এই বিজ্ঞাপনের মাধ্যমে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করলেন বরেণ্য অভিনেতা সৈয়দ হাসান ইমাম, শিশির, তানভীর মাসুদ ও চিত্রনায়িকা প্রকৃতি। আইসিডিডিআর,বি কো-অপারেটিভের ইএমসিএস ফার্মার চালের গুঁড়া আর গ্লুকোজ স্যালাইনের বিজ্ঞাপনে মডেল হলেন তারা। মুভি মেকারের ব্যানারে নির্মিত এই বিজ্ঞাপনে সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করছেন বরকত উল্লাহ পলাশ। সহকারী পরিচালক ছিলেন তন্ময় সাহা ও পলাশ, সম্পাদনায় লিওন রোজারিও, কালার গ্রেডিং রাশেদুজ্জামান সোহাগ, সাউন্ড ইঞ্জিনিয়ার রিপন নাথ, সি জি সোহেল ও সাজ্জাদ। বিজ্ঞাপনটির লাইন প্রডিউসার মাকসুদুর রহমান সোহেল। বিজ্ঞাপনটি খুব শীঘ্রই দেশের সবকটি চ্যানেলে প্রচার শুরু হবে বলে পরিচালক জানান। বিজ্ঞাপনে গুণী অভিনেতা সৈয়দ হাসান ইমামের সঙ্গে প্রথমবারের মতো কাজ করা প্রসঙ্গে মডেল অভিনেতা শিশির বলেন স্যার অনেক কো-অপারেটিভ। কোথাও কোন ভুল হলে সেটা সুন্দর করে বুঝিয়ে দেন। আর রিয়াদ আহসান রনি ভাইয়ের সঙ্গেও এটাই আমার প্রথম কাজ। সবমিলিয়ে আমি বিজ্ঞাপনটি নিয়ে খুব আশাবাদী। সৈয়দ হাসান ইমাম বলেন আমি সাধারণত প্রাইভেট কোন কোম্পানির বিজ্ঞাপন করি না। সমাজ সচেতনতামূলক বিজ্ঞাপন হলে কাজ করি। এই বিজ্ঞাপনে কাজ করে ভাল লেগেছে। রিয়াদ আহসান রনি ভাল কাজ করে। আশাকরি বিজ্ঞাপনটি সবার ভাল লাগবে। চিত্রনায়িকা প্রকৃতি বলেন, এটি আমার প্রথম বিজ্ঞাপন। বিজ্ঞাপনের প্রতি একটা দুবর্লতা আগে থেকেই ছিল। তাই নতুন এই বিজ্ঞাপনটি নিয়ে আমি খুব এক্সসাইটেড। রনি ভাই অনেক গোছালো মানুষ। তার ইউনিটে কাজ করে আমার ভাল লেগেছে। রিয়াদ আহসান রনি বলেন, সত্যিকার অর্থে কয়েক সেকেন্ডের মধ্যে একটি গল্প তুলে আনা সত্যি কঠিন। তার মধ্যে সমাজের মেসেজ থাকলে সেটা আরও কঠিন হয়ে পড়ে। আমাদের শিল্পী ও কলাকুশলীদের সহযোগিতায় গল্পের মাধ্যমে মেসেজনির্ভর একটি বিজ্ঞাপন উপহার দেয়ার চেষ্টা করছি। প্রসঙ্গত এরই মধ্যে রিয়াদ আহসান রনি হাতিল সোভা ও মিস ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জান্নাতুল ফেরদৌস ঐশীর পোর্টফলিও নির্মাণ করেন।
×