ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কর ফাঁকি ঠেকাতে সামাজিক মাধ্যমে তল্লাশিতে ফ্রান্স

প্রকাশিত: ০৪:৪০, ১৭ নভেম্বর ২০১৮

 কর ফাঁকি ঠেকাতে সামাজিক  মাধ্যমে তল্লাশিতে ফ্রান্স

আইটি ডটকম প্রতিবেদক ॥ ২০১৯ সালের শুরু থেকে সামাজিক মাধ্যমে এ্যাকাউন্টগুলোর মাধ্যমে তল্লাশি চালানো শুরু করবে ফ্রান্সের কর কর্তৃপক্ষ। কর ফাঁকি এড়ানো ঠেকাতে পরীক্ষামূলকভাবে এই প্রকল্প হাতে নিয়েছে দেশটি। ফ্রান্সের ‘বাজেট মিনিস্টার’ জেহালদ ডাখমেনান ‘ক্যাপিটাল’ নামের এক সাপ্তাহিক টিভি অনুষ্ঠানে এ কথা বলেন- উল্লেখ করা হয়েছে রয়টার্সের প্রতিবেদনে। এই প্রকল্পের ধারণা হচ্ছে, সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের এ্যাকাউন্ট থেকে পাবলিক করে রাখা ডেটা বিশ্লেষণ করে সম্ভাব্য কর ফাঁকিদাতাদের শনাক্ত করা, বলেন ডাখমেনান। তিনি আরও বলেন, ‘আপনার একটি বিলাসবহুল গাড়ির সঙ্গে একাধিক ছবি আছে কিন্তু এমন একটি গাড়ির মালিক হওয়ার উপায় আপনার নেই, এই বিষয়গুলো আর্থিক প্রশাসন দেখতে পারবে, হয়ত আপনার ‘কাজিন’ বা আপনার ‘গার্লফ্রেন্ড’ আপনাকে এটি ধার দিয়েছে বা হয়ত না। কর জালিয়াতি ঠেকাতে কর্তৃপক্ষের সক্ষমতা বাড়াতে গেল মাসে ফ্রান্সে চালু হওয়া একটি আইনের অংশ হিসেবে এই পদক্ষেপ নেয়া হচ্ছে। এই আইনের মাধ্যমে আর্থিক বিষয়াদি নিয়ন্ত্রণে অনলাইন ডেটা ব্যবহারের পরিসর বাড়ছে বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে।
×