ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

একই পরিবারের চারজনসহ ৬ জন দগ্ধ

যাত্রাবাড়ীতে গ্যাস লাইনে বিস্ফোরণ ॥ এক শিশুর মৃত্যু

প্রকাশিত: ০৪:৫২, ১৭ নভেম্বর ২০১৮

 যাত্রাবাড়ীতে গ্যাস লাইনে বিস্ফোরণ ॥ এক  শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে তাহসিন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই পরিবারের চারজনসহ মোট ছয়জন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন- সুমন (৪০), তার স্ত্রী সাজুলি (৩৫), তাদের ছেলে নিশান (১৪) ও সুমনের ফুফু আতর বেগম (৭০), একই বিল্ডিংয়ের দোতলার ভাড়াটিয়া আলমগীর (৩০) ও তার স্ত্রী কাজুলি (২৪)। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, আগুনে সুমনের ৩৮ শতাংশ, সাজলি ১৭ শতাংশ, নিশানের ৫০ শতাংশ ও আতর বেগমের শরীরের ৭৫ শতাংশ দগ্ধ হয়েছে। আলমগীর ও তার স্ত্রী কাজুলি সামান্য দগ্ধ হয়েছেন। স্থানীয়রা জানান, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে যাত্রাবাড়ী সিটি কর্পোরেশনের ১৪নং আউটফল আবাসিক এলাকায় গ্যাস লিকেজ থেকে বিকট আওয়াজে বিস্ফোরণ ঘটে। এতে দেয়াল চাপা পড়ে তাহসিন নামে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়। এতে ছয়জন দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। যাত্রাবাড়ী থানার ওসি কাজী ওয়াজেদ আলী জানান, দগ্ধরা সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মী। আউটফল আবাসিক এলাকায় ওই কোয়ার্টারটি পরিচ্ছন্নকর্মীরা বসবাস করেন। দোতলা ভবনের নিচতলার একটি বাসার রান্নার ঘরের গ্যাসের চুলার লিকেজ থেকে রাতে কোনভাবে পুরো ঘরে গ্যাস জমে গিয়েছিল। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ঘুম থেকে কেউ রান্না ঘরে গিয়ে গ্যাসের চুলা ধরাতে যায়। এতে পুরো ঘরে জমে থাকা গ্যাসে আগুন ধরে চারদিকে ছড়িয়ে পড়ে। পরে তা বিস্ফোরণে ঘরের এক পাশের দেয়াল ধসে পড়ে সাত বছরের শিশু তাহসিনের মৃত্যু হয়। যাত্রাবাড়ী থানার ইন্সপেক্টর (অপারেশন) আয়ান মাহমুদ দীপ জানান, ধলপুর র‌্যাব-১০ কার্যালয়ের পাশে ১৪ নম্বর আউটফল সিটি কর্পোরেশন কোয়ার্টারে শুক্রবার সকালে সাড়ে ৮টার দিকে একটি বাড়িতে বিস্ফোরণে দেয়াল উড়ে যায়। ওই সময় ভবনের ওপর তলার বাসিন্দা সাইদুল ইসলামের মেয়ে তাহসিন নামছিল। ধসে পড়া দেয়াল তাহসিনের ওপর চাপা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এতে ৬ জন দগ্ধ হয়েছে। তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। ইন্সপেক্টর (অপারেশন) আয়ান মাহমুদ দীপ জানান, গ্যাসের লাইনে দীর্ঘদিনের লিকেজ ছিল। সেখান থেকে ঘরে গ্যাস পুঞ্জীভূত হয়ে জমে ছিল। সকালে কেউ আগুন জ্বালাতে গিয়েই বিস্ফোরণ ঘটে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাসেল শিকদার জানান, শুক্রবার সকালে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীদের আউটফল আবাসিক একটি বাসায় বিস্ফোরণ হয়। এতে তাহসিন নামে এক শিশু মারা গেছে। এতে ছয়জন দগ্ধ হয়েছে। তিনি বলেন, বাসার ভেতরে লিকেজ হয়ে গ্যাস জমেছিল, সকালে চুলা জ্বালানোর সময় বিস্ফোরণ হয়। ফায়ার সার্ভিস পৌঁছার আগে স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। ওই কোয়ার্টারের তিনটি ঘরে আগুন ধরে যায়।
×