ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাঁচানো গেল না ফেলে যাওয়া সেই নবজাতককে

প্রকাশিত: ০৬:৩৯, ১৭ নভেম্বর ২০১৮

 বাঁচানো গেল না ফেলে যাওয়া সেই নবজাতককে

স্টাফ রিপোর্টার ॥ চিকিৎসকদের শত চেষ্টায় পুরানো ঢাকার গেণ্ডারিয়ার স্বামীবাগে কাপড়ের ব্যাগ থেকে জীবিত উদ্ধার হওয়ায় ফুটফুটে নবজাতক ছেলেকে বাঁচানো গেল না। শুক্রবার দুপুর আড়াইটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নবজাতক ২১১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে কে বা কারা স্থানীয় এক স্কুলের শিক্ষক রোমানা আক্তারের বাসার সামনে কাপড়ের ব্যাগে ভরে ফুটফুটে এক নবজাতক ছেলেকে ফেলে যায়। তবে একজন পুরুষ ও নারীকে ব্যাগটি ওই বাসার সামনে রেখে যেতে দেখেছেন কেউ কেউ। ব্যাগটি পড়ে থাকার খবর ওই শিক্ষককে আশপাশের লোকজন জানালে তিনি ব্যাগটি খুলে ভেতরে শিশু দেখতে পান। পরে তিনি শিশুটিকে নিয়ে ঢামেক হাসপাতালের নবজাতক ইউনিটে ভর্তি করেন। শিক্ষিকা রোমানা আক্তার জানান, তার বাসার সামনে পরিত্যক্ত জায়গায় হলুদ ও নেভি ব্লু রঙের কাপড়ের ব্যাগে কিছু একটা নড়াচড়া করছে বলে প্রতিবেশীদের কাছে জানতে পারি। ঘটনাস্থলে গিয়ে প্রথমে মনে হয়েছিল বিড়ালের বাচ্চা। তবে কান্নার শব্দ শুনে কাপড়ের ব্যাগটি খুলে দেখা যায় ফুটফুটে এক নবজাতক ছেলে। এ খবরে দ্রুত আশপাশের লোকজনও ভিড় করে। পরে পুলিশকে খবর দেয়া হয়। পরে নবজাতককে ঢামেক হাসপাতালে নিয়ে আসি। নবজাতক ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক জানান, নবজাতকের ওজন ৭৯০ গ্রাম। ধারণা করা হচ্ছে, কোন একটি ক্লিনিকে বাচ্চাটি ভূমিষ্ঠ হয়েছে। নবজাতকের নাভিতে ক্লিপ লাগানো ছিল। চিকিৎসকরা জানান, নবজাতকের মাথায় আঘাতের চিহ্ন আছে। আর এই কারণে শিশুটিকে বাঁচানো যায়নি। গেণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মিজানুর রহমান জানান, নবজাতকটি কারা ফেলে গেছে। আশপাশের সিসি ক্যামেরা দেখে তা শনাক্তের চেষ্টা চলছে।
×