ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ঢাবি ‘ঘ’ ইউনিটে পুনঃভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৬:৪০, ১৭ নভেম্বর ২০১৮

 ঢাবি ‘ঘ’ ইউনিটে পুনঃভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের পুনঃভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ১৯টি কেন্দ্রে শুক্রবার বিকেল তিনটা থেকে চারটা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর আগে ১২ অক্টোবর অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় ১ হাজার ৬শ’ ১৫টি আসনের বিপরীতে উত্তীর্ণ ১৮ হাজার ৪শ’ ৬৩ শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা চলাকালীন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ আখতারুজ্জামান বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদ, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মোঃ কামালউদ্দীন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ‘ঘ’ ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক সাদেকা হালিম, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোঃ আব্দুল আজিজ, ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক এস এম আব্দুর রহমান, প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী প্রমুখ উপস্থিত ছিলেন। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হলেও পরীক্ষা শুরুর ২০ মিনিট পূর্বে কয়েকজন ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কেন্দ্র ঢুকতে না দেয়ায় বিশৃঙ্খলার সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, নিয়মানুযায়ী প্রত্যেক ভর্তিচ্ছুকে পরীক্ষার ৩০ মিনিট পূর্বে কেন্দ্রে প্রবেশ করতে হয়।
×