ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অবশেষে ভেন্যু পেল শেখ রাসেল ক্রীড়াচক্র

প্রকাশিত: ০৭:১৫, ১৭ নভেম্বর ২০১৮

অবশেষে ভেন্যু পেল শেখ রাসেল ক্রীড়াচক্র

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) ফুটবলের জন্য সব দলেরই মোটামুটি হোম ভেন্যু নিশ্চিত হয়েছিল। শুধু বাকি ছিল শেখ রাসেল ক্রীড়াচক্রের। এবার তারাও পেয়ে গেল হোম ভেন্যু। বিপিএলে সিলেট জেলা স্টেডিয়ামটি রাসেলের ঘরের মাঠ। তাই ৭টি নয়, বিপিএলের একাদশতম আসর হবে মোট আট ভেন্যুতে। তবে লীগের গত আসরে খেলা হয়েছিল মাত্র একটি ভেন্যুতে। তখন অংশ নেয়া ১২ দলই খেলেছিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। এবার তা আর হচ্ছে না। ঘরোয়া ফুটবল লীগের একাদশ আসরের খেলা গড়াতে আটটি মূল ভেন্যু নির্ধারণ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এছাড়া একটি বিকল্প ভেন্যুও থাকছে। আট ভেন্যুর যে কোন একটিতে সমস্যা হলে বিকল্প ভেন্যুতে খেলা হবে। আগামী ৩০ নবেম্বর থেকে শুরু হওয়ার কথা পেশাদার লীগ ফুটবল। এ আসরের আটটি ভেন্যু হলো : ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম, ময়মনসিংহের রফিকউদ্দিন ভুঁইয়া স্টেডিয়াম, গোপালগঞ্জের শেখ মনি স্টেডিয়াম, নীলফামারীর শেখ কামাল স্টেডিয়াম, নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়াম, ফরিদপুরের শেখ জামাল স্টেডিয়াম এবং সিলেট জেলা স্টেডিয়াম। বিপিএলে এবার কিছু নতুনত্ব এনেছে বাফুফে। আগের মৌসুমগুলোতে যে কোন দিনই খেলা হতো। কিন্তু এবার শুক্রবার ও শনিবার সরকারী ছুটির দিনে হবে প্রিমিয়ার ফুটবল লীগ। কোন কারণে খেলা না হলে রিজার্ভ ডে হিসেবে রাখা হয়েছে রবিবার। নির্বাচনী ব্যস্ততায় ডুবে পুরো দেশ। এর মধ্যেই শুরু হয়েছে ফুটবল মৌসুম। ফেডারেশন কাপ প্রায় শেষের দিকে, এরপরই শুরু হওয়ার কথা প্রিমিয়ার লীগ। তবে নির্বাচনের কারণে লীগ পেছানোর গুঞ্জন উঠলেও পেশাদার লীগ কমিটি উড়িয়ে দিয়েছে সে সম্ভাবনা। নবেম্বরের শেষ দিকেই লীগ আয়োজনের সব প্রস্তুতি নিয়ে রেখেছে তারা। লীগ শুরুর সময় নির্ধারিত হলেও এখনও নিশ্চিত হয়নি স্পন্সরের নাম। জটিলতা নিরসনে স্পন্সর স্বত্ব কিনে নেয়া যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান এমপি এ্যান্ড সিলভার সঙ্গে আলোচনা চালাচ্ছেন খোদ ফেডারেশন সভাপতি কাজী মোঃ সালাউদ্দিন। তবে জটিলতা না কাটলে স্থানীয় স্পন্সরদের নিয়েই লীগ শুরুর প্রস্তুতি নিচ্ছে ফেডারেশন।
×