ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রুনির বিদায়ী ম্যাচে ইংল্যান্ডের দাপুটে জয়

প্রকাশিত: ০৭:১৬, ১৭ নভেম্বর ২০১৮

 রুনির বিদায়ী ম্যাচে ইংল্যান্ডের দাপুটে জয়

স্পোর্টস রিপোর্টার ॥ অনেক আগেই ইংল্যান্ড জাতীয় দলে অপাঙক্তেয় হয়ে যান ওয়েন রুনি। অফফর্মের কারণে মেজাজি এই ফুটবলার সুযোগ পাননি কোচ গ্যারেথ সাউথগেটের দলে। ক্লাব ফুটবলেও ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বিদায় নিতে হয়েছে। তবে মনের কোণে সুপ্ত বাসনা ছিল ইংল্যান্ডের হয়ে শেষ ম্যাচ খেলার। তার সেই স্বপ্নপূরণের সুযোগ করে দেন ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট। বৃহস্পতিবার রাতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইংল্যান্ডের হয়ে শেষবার মাঠে নামেন ৩৩ বছর বয়সী রুনি। নিজের বিদায়ী ম্যাচে গোল না পেলেও জয় পেয়েছে ইংল্যান্ড। যুক্তরাষ্ট্রকে ফুটবলের জনকরা হারিয়েছে ৩-০ গোলে। ম্যাচ শেষে রুনি বলেন ভবিষ্যত প্রজন্ম ইংল্যান্ডের জন্য উজ্জ্বল ভবিষ্যত বয়ে নিয়ে আসবে। গ্যারেথ সাউথগেটের তারুণ্যনির্ভর দলটি একচেটিয়া প্রাধান্য বিস্তার করে খেলে। ম্যাচে গোল করেছেন জেসি লিনগার্ড, ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড ও অভিষিক্ত কালাম উইলসন। ম্যাচের ২৫ মিনিটে লিনগার্ডের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন আলেক্সান্ডার। খেলার ৭৭ মিনিটে অভিষিক্ত উইলসন গোল করে ৩-০ ব্যবধানে ইংলিশদের জয় নিশ্চিত করেন। রাশিয়া বিশ্বকাপের সেমিফাইনালে ক্রেয়েশিয়ার কাছে হৃদয়বিদারক হারের পর রবিবার ওয়েম্বলিতে উয়েফা নেশন্স লীগে ফের একই দলের মোকাবেলা করবে ইংলিশরা। মূলত মার্কিনীদের বিরুদ্ধে ওই ম্যাচেরই ড্রেস রিহার্সেল ছিল। রাশিয়া বিশ্বকাপের ওই প্রতিশোধের ম্যাচের আগে সবাইকে মুগ্ধ করেছে ইংলিশরা। ম্যাচ শুরুর আগে সাবেক ইংলিশ অধিনায়ক রুনিকে গার্ড অব অনার দেয়া হয়। এরপর তাকে থ্রি লায়নের সোনালি ব্যাচ পরিয়ে দেন বর্তমান ইংলিশ অধিনায়ক হ্যারি কেন। ম্যাচ শেষে রুনি বলেন, যে হ্যারিকে এই ব্যাচ পরানোর জন্য ডাকার কারণ হচ্ছে সে আমার গোলের রেকর্ড ভাঙ্গতে পারবে বলে আমি মনে করি। ট্রফিসহ এমন একটি উপহার তাকে পরিয়ে দেয়ার অপেক্ষায় রইলাম আমিও। বিদায়ী রুনি আরও বলেন, আমার মনে হয় ইংল্যান্ড দলটি নিরাপদ হাতেই পড়েছে। এই সপ্তাহে আমি যা দেখেছি তাতে অন্তত সেটিই মনে হচ্ছে। যে পন্থায় তারা প্রশিক্ষণ নিচ্ছে তা বলতে গেলে অসাধারণ। এমন সব তরুণদের নিয়ে দলটি গঠিত হয়েছে, যাদের উজ্জ্বল ভবিষ্যত আছে। আমি মনে করি এই দলটিই আগামীতে ইংল্যান্ডে বিশ্বকাপের ট্রফি ফিরিয়ে আনবে। দুই বছর বিরতির পর রুনিকে জাতীয় দলে এনে বিদায় জানানোর ঘটনার বিষয়ে দ্বিধাবিভক্ত মতামত থাকলেও ইংল্যান্ড দলে সর্বকালের সর্বাধিক গোলদাতার বিদায়ী ম্যাচটি সিক্ত হয়েছে অভিবাদনে। ম্যাচের শেষ বাঁশি বাজার মাত্র আধাঘণ্টা আগে মাঠে নেমে আন্তর্জাতিক ক্যারিয়ারের ১২০তম ম্যাচ পূর্ণ করেন রুনি। এ প্রসঙ্গে সাবেক ম্যানইউ তারকা বলেন, এটি আমার জীবনে দীর্ঘ সময় ধরে স্মরণীয় মুহূর্ত হিসেবে বেঁচে থাকবে। বিষয়টি নিয়ে কিছুটা বিতর্কের সৃষ্টি হওয়ার কারণ হচ্ছে প্রথমবারের মতো এমন ঘটনাটি ঘটেছে। তবে সাফল্য এনে দেয়া খেলোয়াড়দের জন্য এমন একটি বিদায়ী মুহূর্ত পাওয়ার বিষয়টি আমি মনে করি সঠিক। ইংল্যান্ডের হয়ে ২০০৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত ১২০ ম্যাচে ৫৩ গোল করেছেন রুনি। এদিকে আরেক প্রীতি ম্যাচে স্বস্তির জয় পেয়েছে জার্মানি। ২০১৪ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা ৩-০ গোলে হারিয়েছে ২০১৮ বিশ্বকাপের স্বাগতিক রাশিয়াকে। ইউরোপ তো বটেই, নিজেদের মাঠেও জয়ের দেখা পাচ্ছিল না ইউরোপের পাওয়ার হাউসরা। অবশেষে তারা জয়ের ধারায় ফিরেছে। রেড বুল এ্যারানায় প্রথমার্ধের সপ্তম মিনিটেই গোলের দেখা পায় জার্মানি। সার্জ নাব্রির পাস থেকে গোল আদায় করে নেন ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড লেরয় সানে। জাতীয় দলের জার্সিতে ক্যারিয়ারের প্রথম গোলের দেখা পেয়েছেন তিনি। ঠিক ২৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নিকলাস সুলে। কিমিচের কর্নার কিকে এ্যান্টনিও রুডিগার হেড করলে সেটিকে দুর্দান্ত এক শটে জালে জড়ান এই বেয়ার্ন মিউনিখ মিডফিল্ডার। ৪০ মিনিটে আরেকটি গোল করে জার্মানরা। কাই হার্ভার্টজের অসাধারণ এক পাসকে গোলে রূপান্তর করেন নাব্রি। ফলে ব্যবধান ৩-০তে দাঁড়ায়। এরপর আর কোন গোল হয়নি। এমনকি দ্বিতীয়ার্ধেও একই ব্যবধানে খেলা শেষ হয়েছে।
×