ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

শেষ চারে ফেদেরার

প্রকাশিত: ০৭:১৮, ১৭ নভেম্বর ২০১৮

 শেষ চারে ফেদেরার

স্পোর্টস রিপোর্টার ॥ এটিপি ট্যুর ফাইনালসে নিজের প্রথম ম্যাচেই হেরেছিলেন রজার ফেদেরার। এরপরই ফেড এক্সপ্রেসের শেষ দেখছিলেন অনেকে। তবে জাত চ্যাম্পিয়ন ফেদেরার ঘুরে দাঁড়িয়েছেন ঠিকই। পরের দুই ম্যাচে টানা জয় তুলে নিয়েছেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক এক নম্বর খেলোয়াড় ফেদেরার। মঙ্গলবার অস্ট্রেলিয়ার ডোমিনিক থিয়েমকে পরাজিত করার পর বৃহস্পতিবার কেভিন এ্যান্ডারসনকেও হারের স্বাদ উপহার দেন তিনি। সুইজারল্যান্ডের জীবন্ত কিংবদন্তি ফেদেরার এদিন ৬-৪ এবং ৬-৩ গেমে পরাজিত করেন দক্ষিণ আফ্রিকার কেভিন এ্যান্ডারসনকে। সেই সঙ্গে এটিপি ট্যুর ফাইনালসের সেমিফাইনালে জায়গা করে নেন ফেদেরার। এ নিয়ে ১৫ বারের মতো টুর্নামেন্টের শেষ চারের টিকেট নিশ্চিত করলেন ২০টি গ্র্যান্ডসøামের মালিক। টানা দুই ম্যাচ জয়ের ফলে গ্রুপের শীর্ষে থেকেই সেমিফাইনালে জায়গা করে নিলেন ফেড এক্সপ্রেস। ফলে শেষ চারে নোভাক জোকোভিচের মুখোমুখি হতে হচ্ছে না ফেদেরারকে। গত মাসেই বাসেলে ক্যারিয়ারের ৯৯তম শিরোপা জয়ের স্বাদ পেয়েছিলেন রজার ফেদেরার। আর মাত্র একটি ট্রফি জিতলেই শততম শিরোপা উঁচিয়ে ধরার স্বাদ পাবেন তিনি। আর মাত্র দুটি ম্যাচ জিতলেই বিরল এই কীর্তি গড়বেন ফেদেরার। সুইস তারকা কি পারবেন এটিপি ফাইনালসের চ্যাম্পিয়ন হতে? ভক্ত-অনুরাগীদের অপেক্ষা এখন সেটাই দেখার। তবে ফেদেরার গ্রæপপর্বের বাধা পেরিয়েই দারুণ উচ্ছ¡াস প্রকাশ করেছেন। এ প্রসঙ্গে ম্যাচের শেষে তিনি বলেন, ‘আমি খুব আনন্দিত। তবে এখানে প্রথম ম্যাচটা আমার জন্য খুব কঠিন ছিল। যদিওবা দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পরই এখানে আমার খেলতে বেশি সুবিধে হয়েছে।’ জয়ের পর প্রতিপক্ষকেও প্রশংসায় ভাসিয়েছেন সুইস তারকা। এ বিষয়ে ফেড এক্সপ্রেস বলেন, ‘কেভিনের এ বছরটা দুর্দান্ত কেটেছে। তবে এই গ্রæপটাকে আমি মজার গ্রæপ হিসেবেই আখ্যায়িত করব এবং সেমিফাইনালের টিকেট কেটে আমি অনেক বেশি আনন্দিত।’ এরপর রবিন রাউন্ড ফরমেট প্রসঙ্গেও কথা বলেন বয়সে সাঁইত্রিশকেও ছাড়িয়ে যাওয়া রজার ফেদেরার। তিনি বলেন, ‘এই রাউন্ড রবিন ফরমেটে খেলাটা মোটেও সহজ ব্যাপার নয়, যদিওবা আমরা এটাতে অভ্যস্ত হয়ে গেছি। তবে শেষ ম্যাচ জিতে সেমির টিকেট কাটায় আমার অনেক আনন্দ হচ্ছে। আশাকরি একটা দিন পরের ম্যাচে আমি আরও ভাল খেলা উপহার দিতে পারব।’ ফেদেরারের কাছে হারলেও এই গ্রæপ থেকে সেমিফাইনালের টিকেট নিশ্চিত করেছেন কেভিন এ্যান্ডারসন। রজার ফেদেরার ৩৩-২৫ গেমে এবং কেভিন এ্যান্ডারসন ৩২-২২ গেমে এগিয়ে থেকে শেষ চারে জায়গা করে নেন। অন্যদিকে গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছেন অস্ট্রেলিয়ার ডোমিনিক থিয়েম এবং জাপানের কেই নিশিকোরি। সুদীর্ঘ ক্যারিয়ারে ২০টি গ্র্যান্ডম জয়ের স্বাদ পেয়েছেন রজার ফেদেরার। এটিপি ফাইনালসেও রেকর্ড ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন তিনি। দেড় দশক আগে ক্যারিয়ারের প্রথম এই টুর্নামেন্টের শিরোপা উঁচিয়ে ধরেছিলেন ফেদেরার। ২০০৩ সালে প্রথম এটিপি ফাইনালস জেতা সুইস তারকা সর্বশেষ এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছিলেন ২০১১ সালে।
×