ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মহসিন-কাননকে সম্মাননা প্রদান মহাপাগলের

প্রকাশিত: ০৭:২৫, ১৭ নভেম্বর ২০১৮

 মহসিন-কাননকে সম্মাননা প্রদান মহাপাগলের

স্পোর্টস রিপোর্টার ॥ একসময় বাংলাদেশের ফুটবলে ছিল স্বর্ণসময়। সেই স্বর্ণযুগ এখন আর নেই। অনেকটা আড়ালে চলে গেছেন আশি ও নব্বইয়ের দশকের মাঠ মাতানো তারকারা। তবে তাদের ভুলে যায়নি ফুটবল ভালবাসার সংগঠন ‘মহাপাগল’। মোহামেডান স্পোর্টিং ক্লাবের ব্যতিক্রমধর্মী এই সংগঠন চেষ্টা করে যাচ্ছে সাবেক তারকাদের আড়াল থেকে সামনে এনে বিভিন্ন অনুষ্ঠান করার। ধারাবাহিক এ অনুষ্ঠানের অংশ হিসেবে শুক্রবার রাজধানীর হাতিরঝিলে হয়ে গেল সাবেক দুই কিংবদন্তি গোলরক্ষক মোহাম্মদ মহসিন ও সাইদ হাসান কাননকে নিয়ে স্মৃতিচারণ ও সম্মাননা প্রদান অনুষ্ঠান। মহাপাগলের প্রতিষ্ঠাতা টি ইসলাম তারিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে স্মৃতিচারণ করেন কানন ও মহসিন। দু’জনই এখনও তাদের প্রতি ভক্তদের ভালবাসায় মুগ্ধতা প্রকাশ করেন। বাংলাদেশ জাতীয় দলের সাবেক গোলরক্ষক মহসিন বলেন, আমি এমন অনুষ্ঠানে মুগ্ধ। ফুটবলকে নিয়ে এই ভালবাসা এখন বিরল। সেটা করে চলেছে মহাপাগলেরা। আমি তাদের আন্তরিকভাবে ভালবাসা জানাই। জাতীয় দলের আরেক সাবেক গোলরক্ষক কানন বলেন, ব্যক্তিগত উদ্যোগে এমন আয়োজন নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। মহাপাগলের সদস্যরা ফুটবলকে নিয়ে যা করছেন তাতে আমি মুগ্ধ। তাদের ভালবাসায় আমি কৃতজ্ঞ। অনুষ্ঠানে দুই গোলরক্ষক মহসিন ও কাননের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে আরও কয়েজনকে স্মারক দেয়া হয়। অনুষ্ঠানে মহাপাগলের সদস্যরা সাবেক দুই কিংবদন্তিকে কাছে পেয়ে আবেগাল্পুত হয়ে পড়েন। তারাও ঢাকার মাঠে প্রিয় তারকাদের খেলার স্মৃতিচারণ করেন। এদের মধ্যে অন্যতম টিক্কু জামান, শফিকুল ইসলাম, ওয়াজেদ হোসেন, শাহাদৎ হোসেন, আবু ওমর রাসেল, বাপ্পি আলম, সাজ্জাদ কাদির, মাসুদ করিম, আকরাম এইচ শাহিন, রফিকুল ইসলাম শামিমসহ আরও অনেকে।
×