ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্পেনের বিরুদ্ধে ক্রোয়েশিয়ার নাটকীয় জয়স্পেনের বিরুদ্ধে ক্রোয়েশিয়ার নাটকীয় জয়

প্রকাশিত: ০৭:২৭, ১৭ নভেম্বর ২০১৮

 স্পেনের বিরুদ্ধে ক্রোয়েশিয়ার নাটকীয় জয়স্পেনের বিরুদ্ধে ক্রোয়েশিয়ার নাটকীয় জয়

স্পোর্টস রিপোর্টার ॥ নতুন সংস্করণ উয়েফা নেশন্স লীগ ফুটবলের চ‚ড়ান্তপর্ব নিশ্চিত করার সুবর্ণ সুযোগ ছিল স্পেনের। কিন্তু জাগরেবে অনুষ্ঠিত ম্যাচে শেষ মুহূর্তে গোল হজম করে ক্রোয়েশিয়ার কাছে ৩-২ ব্যবধানে হেরে যাওয়ায় অপেক্ষা বেড়েছে ২০১০ বিশ্বকাপ চ্যাম্পিয়নদের। ম্যাচের ইনজুরি সময়ে (৯৩ মিনিট) ক্রোয়েশিয়ার পক্ষে জয়সূচক গোলটি করেছেন টিন জেদভাই। বৃহস্পতিবার রাতে ‘ডি’ গ্রæপের উত্তেজনাপূর্ণ ম্যাচটি রাশিয়া বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়ার জন্য ছিল অনেকটাই বাঁচামরার। হেরে গেলে বা ড্র হলে তাদের মূলপর্বে খেলার সম্ভাবনা ক্ষীণ হয়ে যেত। কিন্তু নাটকীয় জয়ে ক্রোয়েটরা নিজেদের লড়াইয়ে ভালভাবেই টিকিয়ে রেখেছে। ম্যাচটি ক্রোয়েশিয়া জেতায় ফাইনাল পর্বে খেলার পথ উন্মুক্ত হয়ে গেছে স্পেন, ক্রেয়েশিয়া এবং ইংল্যান্ডের। হেরেও বর্তমানে ‘ডি’ গ্রুপে পয়েন্ট টেবিলের শীর্ষে স্পেন। রবিবার ইংল্যান্ডের মোকাবেলা করবে ক্রোয়েশিয়া। ওয়েম্বলিতে অনুষ্ঠিতব্য ম্যাচটি যদি ড্র হয় তাহলে ফাইনাল পর্ব নিশ্চিত হয়ে যাবে স্পেনের। আর যদি ওই ম্যাচের কেউ জেতে তাহলে তাদের ভাগ্য খুলে যাবে। অতিথি স্পেনের বিরুদ্ধে পুরো ম্যাচেই আধিপত্য নিয়ে খেলে স্বাগতিক ক্রোয়েশিয়া। ম্যাচে জোড়া গোল করেন স্বাগতিক দলের জেদভাই। গোল দুটি তার ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক গোল। মূলত জেদভাইয়ের দুর্দান্ত পারফর্মেন্সেই অসাধারণ জয় পেয়েছে বিশ্বকাপ মাতানো ক্রোয়েটরা। উপভোগ্য ম্যাচের প্রথমার্ধে গোল পায়নি কোন দলই। তবে বিরতির পরই ম্যাচ জমজমাট হয়ে ওঠে। ৫৪ মিনিটে গোলখরা দূর হয় ম্যাচে। বাঁ দিক থেকে পেরিসিচের হেডে বাড়ানো বল ডি বক্সে ফাঁকায় পেয়ে লক্ষ্যভেদ করেন ক্রোয়েশীয় ফরোয়ার্ড আন্দ্রেই ক্রামারিচ (১-০)। তবে দুই মিনিটের মধ্যেই সমতা ফিরে পায় স্পেন। ৫৬ মিনিটে বাঁ দিক থেকে ইস্কোর পাস থেকে বাঁ পায়ের শটে গোল করে স্পেনকে সমতায় ফেরান রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার দানি সেরেরোস (১-১)। ম্যাচের ৬৯ মিনিটে বাঁ দিক থেকে লুকা মডরিচের বাড়ানো ক্রসে ডিফেন্ডার জেদভাই হেডে বল জালে পাঠালে ফের এগিয়ে যায় ক্রোয়েশিয়া (২-১)। জাতীয় দলের হয়ে এটাই তার প্রথম গোল। ৭৮ মিনিটে অধিনায়ক সার্জিও রামোস পেনাল্টি থেকে গোল করে ফের সমতায় ফেরায় স্পেনকে। ডি বক্সে ডিফেন্ডার শিমে ভারসালকোর হাতে বল লাগার কারণে পেনাল্টি পায় স্প্যানিশরা। অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে স্পেনকে হতাশায় ডোবায় ক্রোয়েশিয়া। বদলি হিসেবে নামা মিডফিল্ডার ইয়োসিপ ব্রেকালোর শট দারুণ নৈপুণ্যে গোলরক্ষক ডেভিড ডি গিয়া রুখে দিলেও বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি বলে কোনাকুনি শটে জালে পাঠান জেদভাই। এর ফলে চার ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে এখনও গ্রুপের শীর্ষে আছে স্পেন। অপরদিকে তিনটি করে ম্যাচ খেলা ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া ৪ পয়েন্ট করে নিয়ে সমান অবস্থানে আছে। দারুণ এই জয়ের পর ফাইনাল রাউন্ডে খেলার লক্ষ্যে ইংল্যান্ডের মোকাবেলা করার জন্য ওয়েম্বলি সফরে যাচ্ছে ক্রোয়েশিয়া। অপরদিকে লুইস এনরিকের অধীনে পরপর দুই ম্যাচে হেরে স্প্যানিশদের সহজ সুযোগটি কঠিন সমীকরণের মধ্যে পড়ে গেছে। গত মাসে ইংল্যান্ডের কাছেও একই ব্যবধানে হার মেনেছিল স্প্যানিশরা। খেলা শেষে এনরিক বলেন, দলের কিছু কিছু বিষয় নিয়ে আমি সত্যি উদ্বিগ্ন। এসব ক্ষেত্রে উন্নতি করতে হবে। তবে আমি মনে করি ম্যাচটি আমাদের দিকে স্বচ্ছ ছিল না। ক্রোয়েশিয়া কোচ জটকো ডালিচ বলেন, দারুণ এই ম্যাচে আমরা পুরস্কৃত হয়েছি। তবে স্পেন এখন অবনমনের শঙ্কা থেকে মুক্ত আছে। এখনও শঙ্কা আছে ইংল্যান্ড ও ক্রেয়েশিয়ার। ওয়েম্বলিতে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার মধ্যে যে দল হেরে যাবে তাদের ওপরই নেমে আসবে অবনমনের খড়গ। গোলের মাধ্যমে ড্র কিংবা হেরে গেলে ইংল্যান্ডের ওপর নেমে আসবে অবনমনের খড়গ। অপরদিকে ক্রেয়েশিয়া যদি হেরে যায় কিংবা গোলশূন্য ড্র করে তাহলে তাদেরই অবনমনের পথ ধরতে হবে। স্পেন কোচ সমীকরণ সামনে রেখে বলেন, এসব সমীকরণই বলে দিচ্ছে এই গ্রুপটি কত কঠিন। যদিও আমাদের সামনে এখনও সুযোগ আছে।
×