ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মেসির ওপরে শুধু পেলে

প্রকাশিত: ০৭:২৯, ১৭ নভেম্বর ২০১৮

মেসির ওপরে শুধু পেলে

স্পোর্টস রিপোর্টার ॥ ইনজুরি থেকে ফিরেই নিজেকে দারুণভাবে মেলে ধরলেন লিওনেল মেসি। গত সপ্তাহে রিয়াল বেটিসের বিপক্ষে একাই দুই গোল করেন এলএম টেন। তবে তার দল বার্সিলোনা সেই ম্যাচে ৪-৩ ব্যবধানে পরাজিত হয় রিয়াল বেটিসের কাছে। স্প্যানিশ লা লিগায় রিয়াল বেটিসের বিপক্ষে জোড়া গোল করে বার্সিলোনার আর্জেন্টাইন স্ট্রাইকার লিওনেল মেসি ছাড়িয়ে যান বেয়ার্ন মিউনিখের জার্মান তারকা গার্ড মুলারকে। বেয়ার্নের জার্সিতে মুলার করেছিলেন ৫৬৫ গোল। আর রিয়াল বেটিসের বিপক্ষে মেসির দুটি গোল ছিল তার ক্লাব ক্যারিয়ারের ৫৬৫ এবং ৫৬৬তম গোল। এর ফলে একক কোন ক্লাবের জার্সিতে লিওনেল মেসির চেয়ে এখন বেশি গোল শুধুই ব্রাজিলের কিংবদন্তি পেলের। ব্রাজিলের ক্লাব সান্তোসের হয়ে পেলে করেছিলেন ৬৪৩ গোল। লিওনেল মেসির চেয়ে পেলে এখনও ৭৭ গোল এগিয়ে। বার্সিলোনার জার্সিতে আর ৭৮ গোল করলে পেলেকেও ছাড়িয়ে যাবেন পাঁচবার ব্যালন ডি’অর জয়ী মেসি। বয়সে একত্রিশকে ছাড়িয়ে যাওয়া মেসি স্পেনের জায়ান্ট ক্লাব বার্সিলোনার জার্সিতে ৬৫০ ম্যাচ থেকে ৫৬৬ গোল করেছেন। স্প্যানিশ লা লিগায় করেছেন ৩৯২ গোল। উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে তার গোলসংখ্যা ১০৫। কোপা ডেল’রে থেকে এসেছে আরও ৪৮ গোল। স্প্যানিশ সুপার কোপায় মেসির গোল ১৩। ফিফা ক্লাব বিশ্বকাপে পাঁচবার এবং উয়েফা সুপার কাপে তিনবার প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন এলএম টেন।
×