ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তিন জেলার ১১ আসনে আওয়ামী লীগের প্রার্থিত চূড়ান্ত

প্রকাশিত: ০৮:২২, ১৭ নভেম্বর ২০১৮

তিন জেলার ১১ আসনে আওয়ামী লীগের প্রার্থিত চূড়ান্ত

বিশেষ প্রতিনিধি ॥ পঞ্চগড়, দিনাজপুর ও ঠাকুরগাঁও এই তিন জেলার ১১টি আসনে দলীয় প্রার্থিতা চ‚ড়ান্ত করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। চতুর্থ দফায় সংসদীয় বোর্ডের শুক্রবার রাতে অনুষ্ঠিত অনানুষ্ঠানিক বৈঠকে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের দলীয় প্রার্থিতা নিয়ে চুলচেড়া বিশ্লেষণ হলেও প্রার্থিতা চ‚ড়ান্ত হয়নি। গণভবনে অনুষ্ঠিত এ বৈঠকে এই তিন বিভাগ নিয়ে আলোচনা হলেও পঞ্চম দফায় আজ শনিবার পুনর্বার বৈঠকে বসে এ তিন বিভাগের দলীয় খসড়া প্রার্থিতা চ‚ড়ান্ত করা হতে পারে বৈঠক সূত্রে জানা গেছে। সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শুক্রবারের রাতের বৈঠকে এই তিন বিভাগের প্রার্থিতা নিয়ে আলোচনা হয়। কিন্তু জোট-মহাজোটের নির্বাচনী জোট নিয়ে আলোচনায় কাকে কোন আসনে ছাড় দেয়া যায় সে বিষয়টি নিয়ে আলোচনা হয়। তবে দলটির নীতিনির্ধারণী সিদ্ধান্ত হচ্ছে, জোট-মহাজোট হলেও যেসব আসনে দলের এমপি রয়েছেন এবং বিভিন্ন জরিপে একাদশ জাতীয় নির্বাচনেও যাদের বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে, এসব আসনে কোন ছাড় দেবে না আওয়ামী লীগ। তবে দেশ ও দলের বৃহত্তর স্বার্থে যেসব আসনে দলের প্রার্থীর বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু বৃহত্তর নির্বাচনী জোটের কারণে ছেড়ে দিতে হবে, সেসব আসনে জোটের শরিকদের আসন ছেড়ে দেবে আওয়ামী লীগ। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে সংসদীয় বোর্ডের কোন সদস্যই মুখ খুলতে রাজি হননি। ১০টি আসন চায় ঐক্যজোট ॥ আওয়ামী লীগের কাছে ১০টি আসন চেয়েছে সম্মিলিত ইসলামী ঐক্যজোট। শুক্রবার জোটের পক্ষ থেকে ১০টি আসন চেয়ে প্রস্তাব জানানো হলেও তাদেরকে কোন সিদ্ধান্ত জানায়নি আওয়ামী লীগ। জানা গেছে, সম্মিলিত ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন বাংলাদের খেলাফত আন্দোলনের (একাংশ) আমির মাওলানা জাফরুল্লাহ খান। জাফরুল্লাহ খানের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল ধানমন্ডির আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে যান। সেখানে তারা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকে নৌকা প্রতীকে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেন। একই সঙ্গে জোটের ১০ নেতার জন্য ১০টি আসন দেয়ার প্রস্তাব দেন। যদিও আওয়ামী লীগের পক্ষ থেকে জানান হয়, তাদের প্রস্তাব আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কাছে পাঠানো হবে। প্রয়োজনে পরবর্তীতে ফের বৈঠক করে সিদ্ধান্ত জানান হবে। সাতটি দল নিয়ে ১৩ দিন আগে গত ৩ নবেম্বর বাংলাদেশ খেলাফত আন্দোলনের (একাংশ) আমির মাওলানা জাফরুল্লাহ খানের নেতৃত্বে এ জোট গঠিত হয়। পরবর্তীতে আরও দুটি দল এ জোটে যুক্ত হয়।
×