ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শেখ শামীম আহমেদ;###;পরিচালক;###;শহীদ ক্যাডেট একাডেমী (উত্তরা);###;বাড়ি নং-৪২, রোড-১, সেক্টর-৯, উত্তরা ঢাকা।;###;email: [email protected]

ক্যাডেট কলেজ ভর্তি প্রস্তুতি-২০১৯

প্রকাশিত: ০৮:৩৬, ১৭ নভেম্বর ২০১৮

ক্যাডেট কলেজ ভর্তি প্রস্তুতি-২০১৯

বাংলা - ২০ ১ । আমাদের রণ সংগীতের রচয়িতা কে ? = কাজী নজরুল ইসলাম। ২ । ঝিঙে ফুল কোথায় যেতে চায় না ? = স্বর্গে/ অলকায় । ৩ । ঝিঙে ফুল কিভাবে দোলে ? = ঝলমল করে । ৪ । ‘শ্যামলী মায়ের কোল’ বলতে প্রকৃতির কোন রূপকে বোঝানো হয়েছে ? ক) সবুজ শ্যামল রূপ খ) কাঠের মাচানকে গ) ঝিঙের ফুলকে ঘ) শ্যামল মাঠকে ৫ । প্রজাপ্রতির আহবান শুনে ঝিঙেফুল কী করে ? ক) সম্মতি দেয় খ) প্রত্যাখান করে গ) উদাসীন থাকে ঘ) নির্লিপ্ত থাকে ৬ । অলকা কী ? ক) স্বর্গ খ) পাতাল গ) মর্ত্য ঘ) আকাশ ৭ । কারক কত প্রকার ? = ৬ প্রকার । বাগধারা গুলোর অর্থ লিখ : ৮ । শাঁখের করাত - উভয় সংকট/ দুই দিকে বিপদ । ৯। হ-য-ব-র-ল - বিশৃঙ্খলা । ১০ । সাক্ষী গোপাল - = ব্যক্তিত্বহীন । প্রত্যেকটির ২টি করে সমার্থক শব্দ লিখ : ১১ । মেঘ - ঘন, জলদ । ১২ । ভ্রমর - ভোমরা, মৌমাছি । কারক ও বিভক্তি নির্নয় কর : ১৩ । জল পড়ে পাতা নড়ে - কর্তায় শূন্য । ১৪ । ধোপাকে কাপড় দাও - কর্মে ২য়া । ১৫ । অথৈ মালা গাঁথছে - কর্মে শূন্য ১৬ । ভাব-সম্প্রসারণ লিখ : ‘কীর্তিমানের মৃত্যু নেই’ অথবা, ‘দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য’ সাঃ জ্ঞান-২০ পূর্ণরূপ লেখ : ১। PSC = Public Service Commission. ২। PO, PP = Post office, Public Prosecutor. ৩। RRI = River Research Institute/ Rice Research Institute. ৪। দক্ষ মানুষকে .......................... বলে ? = মানব সম্পদ। ৫। বাংলাদেশের প্রথম ভ্যাট চালু হয় কত সালে ? = ১ জুলাই ১৯৯১। ৬ । জনশক্তিকে জনসম্পদের পরিণত করতে হলে তার জন্য ....................... দরকার । = শিক্ষা ও প্রশিক্ষণ । ৭ । সমাজসেবায় একুশে পদক ২০১৮ লাভ করেন কে ? = ইলিয়াস কাঞ্চন । ৮ । পেরিস্কোপ তৈরিতে ব্যবহৃত আলোর ধর্ম কোনটি ? ক) বিক্ষেপন খ) প্রতিসরণ ষ গ) প্রতিফলন ঘ) অপবর্তন ৯। বাংলাদেশের বিমান বাহীনির প্রথম জাদুঘর কোথায় অবস্থিত ? = আগারগাওঁ , জাতীয় প্যারেড স্কোয়ার শেরেবাংলা নগর । ১০ । কর্পুর, নিশাদল কোন ধরনের পর্দাথ ? ক) মৌলিক ষ খ) উদ্বায়ী পদার্থ গ) কঠিন ঘ) বায়বীয় ১১ । জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস কবে পালন করা হয় ? = ১২ ডিসেম্বর । ১২ । ...................... এর অভাবে শিশুদের বৃদ্ধি বাধাগ্রস্ত হয় ? = প্রোটিন । ১৩। বাংলাদেশের ‘আধুনিক স্থাপত্যকলার জনক’ কে ? = মাজহারুল ইসলাম । ১৪। পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম ....................... । = চাঁদ । ১৫। ডিজিটাল বাংলাদেশ গড়ার অন্যতম হাতিয়ার হচ্ছে ........................ । = ইন্টারনেট । ১৬ । গলনাঙ্ক কাকে বলে ? = যে তাপমাত্রায় কঠিন পদার্থ গলে তরলে রূপান্তরিত হয় ঐ তাপমাত্রাকে ঐ পদার্থের গলনাঙ্ক বলে ? ১৭ । হিমাঙ্ক কাকে বলে ? = যে তাপমাত্রায় কোন তরল পদার্থ জমতে শুরু করে ঐ তাপমাত্রাকে ঐ পদার্থের হিমাঙ্ক বলে । ১৮ । ................. ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় পানি ফুটতে শুরু করে ? = ১০০ডিগ্রী সেলসিয়াস । ১৯। বাংলাদেশের উন্নয়নের পথে বাধা কোনটি ? = দারিদ্র্য ও শিক্ষার অভাব । ২০। ১৮, ২০, ২৪, ৩২,....... পরের সংখ্যাটি কত ? = ৪৮।
×