ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

এবার শ্রীলঙ্কার পার্লামেন্টে মরিচের গুঁড়া ছুড়ে হামলা !

প্রকাশিত: ১৯:০৮, ১৭ নভেম্বর ২০১৮

এবার শ্রীলঙ্কার পার্লামেন্টে  মরিচের গুঁড়া ছুড়ে হামলা !

অনলাইন ডেস্ক ॥ শ্রীলঙ্কার পার্লামেন্টে এবার সংসদ সদস্যরা মরিচ গুঁড়া ও চেয়ার ছুড়ে পরস্পরের উপর হামলা চালিয়েছেন। গতকালের এ মারামারিতে আহত হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে কয়েকজন সংসদ সদস্যকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পার্লামেন্টের ভেতর নজিরবিহীনভাবে পুলিশ প্রবেশের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুই দলের সংসদ সদস্যদের মধ্যে হাতাহাতির পরদিন গতকাল শুক্রবার এ ন্যাক্কারজনক ঘটনা ঘটে। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইত্রিপালা সিরিসেনা গত ২৬ অক্টোবর রনিল বিক্রমাসিংহেকে সরিয়ে মাহিন্দা রাজাপাকসেকে প্রধানমন্ত্রী ঘোষণা করলে সংকট শুরু হয়। বিক্রমাসিংহে এ সিদ্ধান্ত মেনে নেননি। গত বুধবার পার্লামেন্টে এ নিয়ে আয়োজিত অনাস্থা ভোটে হেরে যান রাজাপাকসে। পরদিন বৃহস্পতিবার আরেক ভোটাভুটি হয়। সেদিন এ নিয়ে সংসদ সদস্যদের মধ্যে ব্যাপক হাতাহাতি ও ধাক্কাধাক্কি হয়। তবে গতকাল একই বিষয় নিয়ে বিতর্ক শুরু হলে সংসদ সদস্যরা পরস্পরের দিকে মরিচের গুঁড়া ছুড়তে শুরু করেন। একপর্যায়ে আছাড় মেরে মেরে সংসদের চেয়ার ও টেবিল ভেঙে সেগুলো লাঠি হিসেবে ব্যবহার করে মারামারিতে লিপ্ত হন সংসদ সদস্যরা। ছুঁড়ে মারা মরিচের গুঁড়ার কারণে কয়েকজনকে ঘন ঘন চোখ ডলতেও দেখা গেছে। শেষ পর্যন্ত সংসদ অধিবেশন আগামী ১৯ তারিখ পর্যন্ত মুলতবি ঘোষণা করে পুলিশের সহায়তায় স্পিকারকে অধিবেশনস্থল ত্যাগ করতে হয়।
×