ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্ট্যাচু নির্মাণ করতে করতে বিজেপিই একদিন স্ট্যাচু হয়ে যাবে ॥ মমতা

প্রকাশিত: ১৯:২১, ১৭ নভেম্বর ২০১৮

স্ট্যাচু নির্মাণ করতে করতে বিজেপিই একদিন স্ট্যাচু হয়ে যাবে ॥ মমতা

অনলাইন ডেস্ক ॥ ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশ থেকে রাজনৈতিকভাবে বিজেপিকে নির্মূল করার আহ্বান জানিয়েছেন। সম্প্রতি পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের বর্ধিত সাধারণ সভায় দলীয় নেতা ও জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে ভাষণ দেয়ার সময় ওই আহ্বান জানান। মমতা আসন্ন ২০১৯ সালে লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ৪২ আসনের সবকটিতেই তৃণমূলকে জয়ী করতে হবে বলে সবাইকে জানিয়ে দেন। তিনি রাজ্যের প্রধান প্রতিপক্ষ বিজেপিকে টার্গেট করে বলেন, ‘ওদের এখন একটাই কাজ, মন্দির, এনআরসি, সাম্প্রদায়িক প্রচারণা ও স্ট্যাচু (ভাস্কর্য) নির্মাণ। এছাড়া আর কিছুই নয়। ওই স্ট্যাচু নির্মাণ করতে করতে নিজেরাই একদিন স্ট্যাচু হয়ে যাবে। আগামীদিনে ভারতে ওরা যাতে সত্যি স্টাচুই হয়ে যায় তাই করতে হবে। কমপক্ষে দেশ বাঁচুক, বিজেপি গেলে দেশ বাঁচবে। ওরা যাক, দেশ থাক, দেশ বাঁচুক। আপনাদেরকে দেশ বাঁচানোর লড়াই চালিয়ে যেতে হবে।’ বিজেপি’র তীব্র সমালোচনা করে মমতা বলেন, ‘বিজেপি হল, ইতিহাস পরিবর্তনকারী, নাম পরিবর্তনকারী, নোট চেঞ্জার কিন্তু গেম চেঞ্জার নয়। ওরা দেশের বিপদ। তিনি বলেন, ওঁরা ইতিহাস পরিবর্তন করে দিচ্ছে, নাম পরিবর্তন করে দিচ্ছে। মনে হচ্ছে যেন ওরাই দেশটার জন্ম দিয়েছে কিন্তু দেশের স্বাধীনতার সময় ওদের কোনো খোঁজই ছিল না! এই দল সংবিধান ও ফেডারেল কাঠামো পরিবর্তন করে দিচ্ছে! মমতা এদিন বিজেপিশাসিত অসমে জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি প্রসঙ্গ উত্থাপন করে সেখানকার মানুষজনের দুর্ভোগের কথা বলেন। তিনি সেখানকার বাঙালি হিন্দু-মুসলিমদের ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দিয়েছেন। অসমে এনআরসির নামে বাঙালি, বিহারি, নেপালি খেদাও চলছে বলেও তিনি মন্তব্য করেন।
×