ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শাহজালালে ৮৭০ কেজি ‘খাট’ জব্দ

প্রকাশিত: ২১:৫৮, ১৭ নভেম্বর ২০১৮

শাহজালালে ৮৭০ কেজি ‘খাট’ জব্দ

অনলাইন রিপোর্টার ॥ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ৮৭০ কেজি নতুন ধরনের মাদক 'খাট' বা এনপিএস জব্দ করা হয়েছে। আজ শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসআই) সদস্যরা বিমানবন্দরের কার্গো ইউনিটের ফরেন পোস্ট অফিস থেকে খাটের চালানটি জব্দ করে। বিমানবন্দরে এক কর্মকর্তা জানান, ইথিওপিয়া থেকে থেকে আসা এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে ৪৯টি সন্দেহজনক কার্টন আসে। কার্টনগুলোকে পর্যবেক্ষণে রাখা হয়। পরে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার সদস্যদের উপস্থিতিতে কার্টনগুলো খোলা হয়। এতে ‘গ্রিন টি’র মতো দেখতে পণ্য দেখা যায়, যা মূলত ইথিওপিয়ান গাঁজা বা খাট। জব্দ কার্টনগুলোকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কাছে হস্তান্তর করা হয়।
×